রোনালদোর জুভেন্টাস ছেড়ে মিলানে হিগুয়েইন
রিয়াল মাদ্রিদের হয়ে এক সঙ্গে খেলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাসে আবারো তাদের এক সঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ধারে এসি মিলানের হয়ে নতুন মৌসুম শুরু করবেন আর্জেন্টাইন তারকা।
গুঞ্জন ছিল স্থায়ী চুক্তি করেই এসি মিলানে যোগ দেবেন হিগুয়েইন। সে সম্ভাবনা কিছু দিন আগে বাতিল করে দেন মিলান কোচ জেনেরো গাত্তুসো। তবে আগামী মৌসুমে তাকে স্থায়ীভাবে পেতে পারে দলটি। সে জন্য তাকে ৩৬ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বলেই জানা গেছে। কারণ ধারে খেললেও তাকে পেতে ১৮ মিলিয়ন ইউরো খরচ করেছে মিলান।
এদিকে এর মধ্যেই মিলানে এসে পৌঁছেছেন হিগুয়েইন। নতুন ক্লাবে তার স্বাস্থ্য পরীক্ষার সময়ও নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন এ আর্জেন্টাইন। তবে এখনও হিগুয়েইনের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেনি মিলান। কোচ গাত্তুসোও বিষয়টি এড়িয়ে গেছেন।
এদিন মিলানে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের হিগুয়েইন বলেন, ‘এতো ভক্তদের দেখা দারুণ ব্যাপার। আমি এসি মিলান ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই, জুভেন্টাস ভক্তদেরও। কারণ তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। প্রথমে আমি চুক্তি করবো তারপর কথা বলবো। কাল (বৃহস্পতিবার) আমি স্বাস্থ্য পরীক্ষা করাবো। আশা করি আমার নতুন চুক্তি করে ফেলবো।’
মিলানে যেতে সতীর্থ লিওনার্দো বানুচ্চি তাকে অনুপ্রেরণা দিয়েছেন বলে জানান হিগুয়েইন। এসি মিলান থেকে তুরিনের ক্লাবে যোগ দিচ্ছেন বানুচ্চি। সাত বছর ওল্ড লেডিতে কাটানোর পর গত বছরই জুভেন্টাস ছেড়ে মিলানে যোগ দিয়েছিলেন বানুচ্চি। মূলত তার সঙ্গেই হিগুয়েইনকে বদল করছে দলটি।
Comments