ফুটবল

ম্যানসিটির সঙ্গে জেসুসের নতুন চুক্তি

বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল জেসুসের। কিন্তু তাতে কি? পেপ গার্দিওলার ভরসাটা গত দেড় বছরে ভালো ভাবেই আদায় করে নিয়েছেন এ তরুণ। আর তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগে আরও দুই বছরের বাড়তি চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। ফলে ২০২৩ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন এ স্ট্রাইকার।

বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল জেসুসের। কিন্তু তাতে কি? পেপ গার্দিওলার ভরসাটা গত দেড় বছরে ভালো ভাবেই আদায় করে নিয়েছেন এ তরুণ। আর তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগে আরও দুই বছরের বাড়তি চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। ফলে ২০২৩ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন এ স্ট্রাইকার।

২০১৭ সালের জানুয়ারিতে পালমেইরাস থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন জেসুস। চুক্তির মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত।  যা শেষ হতে লম্বা সময়ই পড়ে আছে। কিন্তু এ তারকাতে দল এতটাই মজেছে যে আগে ভাগেই মেয়াদটা বাড়িয়ে নিল ম্যানসিটি। চুক্তি শেষে জেসুস ও তার ক্লাব দুই পক্ষই নিশ্চিত করেছে বিষয়টি।

বিশ্বকাপ শেষে এতো দিন ছুটিতেই ছিলেন জেসুস। ফিরেছেন মঙ্গলবার। আর ফিরেই জানতে পারলেন তার সঙ্গে মেয়াদ বাড়াতে চায় ক্লাব। জেসুসও না করেননি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পরই বিষয়টি জানায় তারা।

মূলত ক্লাবের তরুণ খেলোয়াড়দের উপর দারুণ মুগ্ধ ম্যানেজার গার্দিওলা। জেসুসসহ লরে সানে, রহীম স্টার্লিংয়েও মুগ্ধ এ কোচ। তাই নতুন চুক্তি ক্লাবের জন্য ভালো বলেই উল্লেখ করেছেন তিনি, ‘এ ছেলেরা এ ক্লাবের ভবিষ্যৎ। তাদের গড় বয়স ২০ এর মধ্যে। ইউরোপের বড় বড় ক্লাবে এতো তরুণ খেলোয়াড় আপনি দেখবেন না। তাই এটা অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো।’

নতুন চুক্তি করে উচ্ছ্বসিত জেসুস ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘আমি বলতে পারি যে ম্যানসিটিতে আসার সিদ্ধান্তটা ছিল আমার জীবনের সেরা। কারণ যতক্ষণ এখানে থাকব ততক্ষণ একজন পেশাদার ও মানুষ হিসেবে আমি উন্নতি করছি। ’

ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছেন জেসুস। তাতে গোল দিয়েছেন ২৪টি। দলে ঢোকার পর প্রথম মৌসুমেই আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। সেবার মাত্র ১০ ম্যাচ খেলেই ৭ গোল করেন জেসুস। আর গত মৌসুমে ম্যানসিটির লিগ শিরোপা জয়েও রেখেছেন দারুণ অবদান। ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

4h ago