এজবাস্টনে ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত
বার্মিংহামের এজবাস্টনে মোট ১৬টি টেস্ট খেলেছে এশিয়ার দলগুলো, জিততে পারেনি কেউই। এবার প্রথম এশিয় দল হিসেবে এজবাস্টনে টেস্ট জেতার সম্ভাবনা জাগিয়েছে ভারত।
তৃতীয় দিনের খেলা শেষে টেস্ট জিততে ভারতের চাই আরও ৮৪ রান, ফল নিজেদের পক্ষে নিতে ইংল্যান্ডের দরকার ৫ উইকেট। ভারতের আশা হয়ে টিকে আছেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ভারত অধিনায়ক বিরাট কোহলি।
গতিময় উইকেট, বাউন্স আর মুভমেন্ট। টেস্টের জন্য জম্পেশ রসদ থাকা এজবাস্টনে চতুর্থ দিনে ইঙ্গিত মিলছে রোমাঞ্চকর শেষের। প্রথম ইনিংসে ইংলিশদের করা ২৮৭ রানের জবাবে বেসামাল অবস্থায় পড়েছিল ভারত। সেখান থেকে কোহলির ১৪৯ রানের ইনিংসে ২৭৪ রানে থামে তারা। পরে দ্বিতীয় ইনিংসে তেতে উঠেন ইশান্ত শর্মা, ইংল্যান্ড ১৮০ রানে গুটিয়ে গেলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রান।
পিচ আর পরিস্থিতি বিবেচনায় যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ভারত। ১০০ রানের ৫ উইকেট হারানো দলকে স্বপ্ন দেখাচ্ছে কোহলির ব্যাট। ৪৩ রানে অপরাজিত আছেন ভারত অধিনায়ক। সঙ্গী দীনেশ কার্তিকের রান ১৮।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৭
ভারত ১ম ইনিংস: ২৭৪
ইংল্যান্ড ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৮০ (কুক ০, জেনিংস ৮, রুট ১৪, মালান ২০, বেয়ারস্টো ২৮, স্টোকস ৬, বাটলার ১, কারান ৬৩, রশিদ ১৬, ব্রড ১১, অ্যান্ডারসন ০*; শামি ০/৩৮, অশ্বিন ৩/৫৯, ইশান্ত ৫/৫১, উমেশ ২/২০)।
ভারত ২য় ইনিংস: (টার্গেট ১৯৪) ৩৬ ওভারে ১১০/৫ (বিজয় ৬, ধাওয়ান ১৩, রাহুল ১৩, কোহলি ৪৩*, রাহানে ২, অশ্বিন ১৩, কার্তিক ১৮*; অ্যান্ডারসন ১/৩৩, ব্রড ২/২৯, স্টোকস ১/২৫, কারান ১/১৭, রশিদ ০/৪)।
Comments