পুলিশের ডিআইজির চালকের লাইসেন্সও মেয়াদ উত্তীর্ণ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার সরকারি গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাচ্ছিলেন। সেখানেই ছাত্ররা তার গাড়ির চালকের লাইসেন্স দেখতে চায়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখানোয় তার গাড়ি ঘিরে বিক্ষোভ করে আন্দোলনরতরা। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দিয়ে মামলা করানোর পর তার গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিআইজির গাড়ি ছাত্ররা থামালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের গাড়ি ছাত্ররা থামালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখিয়েছেন তার চালক। ছবি: রাফি হোসেন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার সরকারি গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাচ্ছিলেন। সেখানেই ছাত্ররা তার গাড়ির চালকের লাইসেন্স দেখতে চায়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখানোয় তার গাড়ি ঘিরে বিক্ষোভ করে আন্দোলনরতরা। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দিয়ে মামলা করানোর পর তার গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সেখানে উপস্থিত পুলিশ পরিদর্শক শের আলী দ্য ডেইলি স্টারের রিপোর্টারকে বলেন, পিবিআই প্রধানের গাড়ির চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল। প্রায় ২০ মিনিট ছাত্ররা তার গাড়িটিকে আটকে রাখে। পরে ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার গাড়িতে ‘পুলিশ’-এর সাইনবোর্ড নিয়ে পার পেতে চেয়েছিলেন নৌপুলিশের ডিপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিব। কিন্তু, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে তিনি ধরা পড়েন রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায়।

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি, গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি।

আরও পড়ুন: ডিআইজির ড্রাইভারের লাইসেন্স নেই, গাড়িরও নেই কাগজ

Read More: Students halt PBI chief’s car, driver sued for expired licence

Comments

The Daily Star  | English

HC refuses Fakhrul's bail, issues rule asking why he shouldn't get bail

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today failed to secure bail from the High Court in a case filed over the vandalism of the chief justice's residence on October 28

29m ago