আগামীকাল থেকে ট্রাফিক সপ্তাহ: ডিএমপি প্রধান

আগামীকাল থেকেই সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

আগামীকাল থেকেই সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ট্রাফিক আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের উদ্যোগে ধন্যবাদ জানিয়ে ডিএমপি প্রধান তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও অশালীন ভাষা ব্যবহার করার নিন্দাও জানান তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে পুলিশ কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করবে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি তারা যেন স্কুলে ফিরে যায়।’

আক্ষেপ করে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হচ্ছে। প্ল্যাকার্ডে স্লোগানে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে। তার পরও পুলিশ ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি মনে করছেন, স্বার্থান্বেষী মহল আন্দোলনে ঢুকে পুলিশের ওপর এরকম আক্রমণ চালাচ্ছে।

Comments