‘আমাদের আত্মবিশ্বাসই উঁচুতে থাকবে’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলে না। ওদিকে এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে তাই আশাবাদীর সংখ্যা ছিল নেহায়েত হাতেগোনা। কিন্তু প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দিয়েছে ভিন্ন বার্তা। ম্যাচ সেরা তামিম ইকবাল মনে করছেন এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সিরিজ নির্ধারনী ম্যাচে এগিয়ে রাখবে তাদের।
Tamim Iqbal

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলে না। ওদিকে এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে তাই আশাবাদীর সংখ্যা ছিল নেহায়েত হাতেগোনা। কিন্তু প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দিয়েছে ভিন্ন বার্তা।  ম্যাচ সেরা তামিম ইকবাল মনে করছেন এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সিরিজ নির্ধারনী ম্যাচে এগিয়ে রাখবে তাদের।

ফ্লোরিডায় বাংলাদেশের ১৭১ রানের জবাবে ১৫৯ রানে থামে ক্যারিবিয়ানরা। ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলের জয় মূখ্য ভূমিকা তামিম ইকবালের। ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস টি-টোয়েন্টির প্রথম ম্যাচ কাজে লাগাতে না পারলেও তামিম বলছেন ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল তাদের, ‘ওডিআই সিরিজ শেষ করে আমরা যে আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে আসছিলাম। প্রথম ম্যাচ সেভাবে খেলতে পারিনি। কিন্তু আমরা জানতাম ফিরে আসতে পারি, শক্ত পাবেই ফিরতে পারি। আজকে যে উদাহরণ ছিল দল হিসেবে যদি ভাল করি। সবাই সবার দায়িত্ব পালন করি তাহলে যেকোন দলকে হারাতে পারি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রথম ম্যাচটা ওভাবে শেষ করতে পারায় দারুণ ফুরফুরে এখন বাংলাদেশ দল। শক্তিতে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লেগেছে বলে মনে করছেন তামিম,  ‘কোন সন্দেহ নাই যে ওরা টি-টোয়েন্টিতে ওরা অন্যতম সেরা দল। তবে এই ম্যাচ জেতাতে আমাদের আত্মবিশ্বাসই উঁচুতে থাকবে। কিন্তু কাল নতুন করে আবার খেলা হবে। আবার যারা ভাল শুরু পাবে, সব ঠিকমতো করতে পারবে তারাই জিতবে। আজ জিতে গেছি দেখেই যে কাল জিতব ওরকম কিছু না। আবার শুরু সব কাজ ঠিকমতো করতে হবে। ’

আরও পড়ুন ঃ সাকিব-তামিমের ঝলকে বাংলাদেশের জয়

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago