ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ, রাবিতে শিক্ষকদের মিছিল

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল। ছবি: আরাফাত রহমান

ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকশো শিক্ষার্থী। পাশাপাশি শনিবারের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন রাবি শিক্ষকরা।

দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ও নিরাপদ সড়কের দাবিতে আজ রোববার সকাল ১১টার দিকে তালাইমারি মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, অবরোধ চলাকালে শুধুমাত্র এম্বুলেন্স ও জরুরি যানবাহনকে ছেড়ে দেন শিক্ষার্থীরা।

অন্যদিকে সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেন রাবি শিক্ষার্থীরা। এসময় ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকদের একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, কাজী মামুন হায়দার, আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের আবাদুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের সৌভিক রেজা ও নাট্যকলা বিভাগের কাজী সুসমিন আফসানা মিছিলে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীও মিছিলে ছিলেন।

শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে তালাইমারি মোড়ে রাবি ও রুয়েট শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আনোয়ার আলী

গত ২৯ জুলাই থেকে ঢাকায় ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর এ নিয়ে রাজশাহীতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ দেখাল ছাত্ররা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago