শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ। যেকোনো ধরনের সহিংসতা থেকে তাদের রক্ষা করতে দায়িত্বশীল সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ। যেকোনো ধরনের সহিংসতা থেকে তাদের রক্ষা করতে দায়িত্বশীল সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল জাতিসংঘ, বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে যে শিশু ও তরুণরা আন্দোলন করছে তাদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের অঙ্গসংস্থাগুলোর ভেতর উদ্বেগ বাড়ছে।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বিবৃতিতে বলেন, ‘সহিংসতার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সড়কের নিরাপত্তা নিয়ে তারা যে দাবি তুলেছে তা যৌক্তিক ও ঢাকার মতো একটি মেগা সিটির জন্য সমাধান বের করা প্রয়োজন। একটি কার্যকর পরিবহন ব্যবস্থাই পারে শিশু ও নারীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে।’

বিবৃতিতে আরও বলা হয়, সড়কে নিরাপত্তাসহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে শিক্ষার্থী ও তরুণদের মত প্রকাশের অধিকার রয়েছে। সরকারের দিক থেকে হুমকি ছাড়াই তাদের মতামত শোনা হবে এমন অধিকারও রয়েছে তাদের।

রাজধানীতে আন্দোলনতে অংশ নিতে গিয়ে প্রচুর সংখ্যায় শিক্ষার্থী আহত হওয়ার খবরেও গভীর উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি।

Comments