সিরিজ জেতায় ফ্লোরিডায় 'দ্বাদশ খেলোয়াড়ের' জোরও দেখছেন সাকিব

সফরকারী দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল বাংলাদেশ। কিন্তু ফ্লোরিডায় শেষ দুই ম্যাচের গ্যলারি দেখলে কে বলবে অফিসিয়ালী স্বাগতিক দলের নাম ওয়েস্ট ইন্ডিজ! পুরো গ্যালারি লাল-সবুজ পতাকাময়। খেলা দেখতে আসা দর্শকদের প্রায় সবাই বাংলাদেশের সমর্থক। বাংলাদেশময় আবহে দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে সাকিব আল হাসানের দল। অধিনায়ক তাই ‘দ্বাদশ খেলোয়াড়’ হয়ে আসা প্রবাসী দর্শকদের দিলেন বিশেষ ধন্যবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। বাংলাদেশ খেলল এবারই প্রথম। ফ্লোরিডায় প্রচুর পরিমাণ বাংলাদেশির বাস। নিরপেক্ষ এই ভেন্যুতে ‘হোমটিম’ হয়েও তাই সমর্থন মেলেনি ওয়েস্ট ইন্ডিজের।
সেন্ট কিটসে প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে ফ্লোরিডায় এসেছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে ‘দেশ’ পেয়ে পালটে যায় চেহারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে জেতার পর তৃতীয়টিতে ডি/এল মেথডে ১৯ রানে জিতেছে বাংলাদেশ। জয়ের ব্যবধানের চেয়েও দেখার মত ছিল জেতার ধরন। এই দুই ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান প্রবাসী ভক্ত সমর্থকদের ভালোবাসার কথা জানাতে ভুলেননি, ‘'ফ্লোরিডায় খেলার সময় মনে হয়নি দেশের বাইরে খেলছি। দর্শকরা দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করেছে।'
Comments