রোনালদোর অনুশীলন দেখে অবাক কস্তা
বয়স ৩৩ পেরিয়ে ৩৪ এর কাছাকাছি। কিন্তু মাঠে এখনও একজন তরুণ খেলোয়াড়ের মতোই পারফর্ম পরে যাচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আর এর প্রধান কারণ তার দারুণ ফিটনেস। এ বয়সেও নিয়মিত অনুশীলন করেন তিনি। অন্যদের চেয়ে একটু বেশিই। আর তাই দেখে অবাক সতীর্থ ডগলাস কস্তা।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। কিছু দিন হয় নতুন ক্লাবে অনুশীলন শুরু করেছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। আর তার কঠিন অনুশীলন দেখে অবাক হয়ে কস্তা বলেছেন, 'রোনালদোর অনুশীলন অনুসরণ করা অসম্ভব। আমরা যখন আসি তখন দেখি সে অনুশীলন করছে। আমরা যখন যাই তখনও সে অনুশীলন করে যায়। এ ধরনের খেলোয়াড় আমি কোন দিনও দেখিনি।'
আর এভাবে অনুশীলন করবেনই না কেন রোনালদো। তার লক্ষ্য যে অনেক বড়। রিয়ালের হয়ে নানা কীর্তি গড়ার পর এবার জুভেন্টাসেও ভালো কিছু করতে চান তিনি। তাই মৌসুমের শুরু থেকেই দারুণ সিরিয়াস এ খেলোয়াড়। স্পন্সর নাইকির প্রোগ্রামে যোগ দেওয়ার চীনে ছিলেন রোনালদো। তাই খেলা হয়নি প্রস্তুতি ম্যাচ। সে ঘাটতিটা অনুশিলনেই পুষিয়ে নিচ্ছেন সিআরসেভেন।
অবশ্য নতুন ক্লাবে যোগ দিয়েই নিজেকে ২৩ বছর তরুণ বলে মনে করেন বলে জানিয়েছিলেন রোনালদো। আর তার কোথায় যুক্তিটাও স্পষ্ট। জুভেন্টাসে মেডিক্যাল রিপোর্টে তার শরীরে মাত্র ৭ শতাংশ ফ্যাট পেয়েছে। অন্যদের স্বাভাবিক অবস্থায়ও ১০ থেকে ১১ শতাংশ থাকে। পাশাপাশি অবিশ্বাস্য ৫০ শতাংশ পেশী রয়েছে তার শরীরে। যেখানে অন্যদের ৪৬ শতাংশের বেশি পাওয়া দুষ্কর।
তাই নিঃসন্দেহে যে কোন তরুণ পেশাদার খেলোয়াড়ের চেয়ে ভালো ফিটনেস রয়েছে রোনালদোর। শুধু তাই নয়, বিশ্বকাপে ৩৩.৯৮ কিলোমিটার দৌড়েছেন যে আসরে যে কোন খেলোয়াড়ের চেয়ে দ্রুত। আর নিজের কাজটা ঠিক মতো করেন বলেই এখনও তরুণদের চেয়ে দ্রুত গতিতেই খেলে যাচ্ছেন এ পর্তুগিজ তারকা।
আরও পড়ুন ঃ বেলের নৈপুণ্যে রিয়ালের জয়
Comments