কোচ ‘খুব সন্তুষ্ট’, লিটন নিজেও ফুরফুরে

টেস্ট দলে জায়গাটা লিটন দাসের মোটামুটি থিতু হয়েছে। কিন্তু রঙিন পোশাকে ছিলেন নড়বড়ে। নিদহাস কাপ থেকে টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেন করছেন। মাঝে মাঝে মেটাচ্ছেন ঝড়ো শুরুর প্রত্যাশা। তবু থেকে যাচ্ছিল খেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে তো তিনিই মূল নায়ক। এরপর কোচের প্রশংসা জুটেছে, লিটন এবার নিজেও বেশ ফুরফুরে। অপেক্ষায় আছেন ওয়ানডের একাদশেও ফেরার।
Liton Das
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির পর লিটন। ছবি: এএফপি

টেস্ট দলে জায়গাটা লিটন দাসের মোটামুটি থিতু হয়েছে। কিন্তু রঙিন পোশাকে ছিলেন নড়বড়ে। নিদহাস কাপ থেকে টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেন করছেন। মাঝে মাঝে মেটাচ্ছেন ঝড়ো শুরুর প্রত্যাশা। তবু থেকে যাচ্ছিল খেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে তো তিনিই মূল নায়ক। এরপর কোচের প্রশংসা জুটেছে, লিটন এবার নিজেও বেশ ফুরফুরে। অপেক্ষায় আছেন ওয়ানডের একাদশেও ফেরার।

ফ্লোরিডায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬১ রান করেন লিটন। বাংলাদেশ পায় ১৮৪ রানের বড় পূঁজি। যা ডিফেন্ড করে ডি/এল মেথডে ১৯ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

বৃহস্পতিবার দেশে ফিরে টি-টোয়েন্টি সিরিজ জেতা নিয়েই বেশি খুশি দেখালো কোচ স্টিভ রোডসকে। ওয়ানডে জেতা ছিল প্রত্যাশিত, টি-টোয়েন্টির ভাষা পড়তে ভুগতে থাকা দলের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়া তাই বিশেষ কিছু কোচের কাছে। এই সিরিজ জেতায় বড় অবদান থাকা লিটনের কথা বললেন আলাদাভাবে, ‘টি-টুয়েন্টি সিরিজ জয় করা অবাক করার মত ছিল। আমরা আসলেই দারুন খেলেছি শেষ দুই ম্যাচে। খুবিই খুশি দুটি সিরিজ জয় করতে পেরেছি। লিটন দাসে খুবই সন্তুষ্ট, সে শেষ ম্যাচে দারুন খেলেছে। ’

ক্যারিয়ারের শুরুতে ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এইসময়ে সাদা পোশাকে ধীরে ধীরে নিজের ডানা মেলেছেন। সীমিত ওভারে রানের চাপ থাকাকে শুরুতে ভাল না করার কারণ মনে করেন তিনি,  ‘সীমিত ওভারের ক্রিকেটে আমি খুব বেশি ম্যাচ খেলি নি। এবার টি-টুয়েন্টি সিরিজ খেলেছি, এর আগে নিদহাসে খেলেছি। এই ফরম্যাটে আপনি চাইলেও সবসময় বড় রান করতে পারবেন না। এখানে রানের একটা চাপ থাকে। চেষ্টা করেছি যতক্ষণ উইকেটে থাকা যায় ততক্ষণ রান করার জন্য। নিদাহাসে একটা ভালো ইনিংস ছিল, আমি হয়তো অর্ধশতক পাই নি। তো এবারের সুযোগে একটু বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। তবে আরেকটু ভালো খেললে দলের জন্য ভালো হত। ’

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে স্কোয়াডেও ছিলেন। প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন ৭০ রানের ঝলমলে ইনিংস। তবে তামিম ইকবালের সঙ্গে প্রথম পছন্দ হিসেবে তিন ম্যাচেই সুযোগ পান এনামুল হক বিজয়। কিন্তু হতাশ করেন এই ওপেনার। এবার ওয়ানডেতেও তামিমের সঙ্গী হওয়ায় আলোচনায় তিনি। লিটন অবশ্য সব ছেড়ে দিয়েছেন টিম কম্বিনেশনের উপর, ‘টিম কম্বিনেশনের জন্য যে কেউ খেলতে পারে। আমি খারাপ বা অন্য কেউ ভালো, বিষয়টা এমন না। দল যেটা চাইবে সেটা একাদশই খেলাবে। ’

আরও পড়ুন ঃ টেস্ট বিপর্যয়ের পর ওভাবে ঘুরে দাঁড়ানোতেই তৃপ্ত কোচ​

Comments