পাকিস্তানকে ১৪ গোল দিল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা ভুটানের থিম্পুতে এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে খড়কুটোর মতো উড়ে যায় নবাগত পাকিস্তান।
খেলার অবস্থা দেখে মনে হয়েছে ব্যবধান হতে পারত আরও বড়। কারণ ৬০ মিনিটেই ১২ গোল দিয়ে ফেলেছিল মারিয়া মান্ডা, শামসুন্নাহাররা। পরের ৩০ মিনিটে হয়েছে আর ২ গোল।
বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৫ মিনিটেই তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মুহুর্মুহু আক্রমণ করে একের পর এক গোল করেচ গেছে বাংলাদেশের মেয়েরা।
১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দলকে ২-০তে এগিয়ে দেন মিডফিল্ডার মনিকা চাকমা। দুই মিনিট পর আরেক গোল করেন তহুরা। ৩১ মিনিটে চার নম্বর গোল করেন শামসুন্নাহার।
৩৯ ও ৪১ মিনিটে আরও দুই গোল করেন অধিনায়ক মারিয়া মান্ডা ও আঁখি খাতুন। বিরতির আগেই হাফ ডজন গোল খেয়ে বিধ্বস্ত পাকিস্তান ১১ জন ডি বক্সে ঢুকেই রক্ষা পায়নি পরের অর্ধেও।
৪৭ মিনিটে কর্নার কিক থেকে গোল করেন ডিফেন্ডার সাজেদা খাতুন। পরের সাত মিনিটে হ্যাটট্রিক পুরো করেন শামসুন্নাহার। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের একাদশ গোল করেন সাজেদা। খানিক পর আনাই মঘিনির গোলে পুরো হয় এক ডজন।
শেষ দিকে আর গোল না দেওয়ারই যেন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিছুটা কমিয়ে নেয় খেলার গতি। ছেলেখেলায় মেতে উঠে পাকিস্তানের মেয়েদের সঙ্গে। তবুও হয়েছে আরো দুই গোল ৮৮ মিনিটি মোঘিনি দ্বিতীয় ও ৯০ মিনিটে শামুসুন্নাহার চার নম্বর গোল করেন।
Comments