জাবালে নূরের ৬টি বাস জব্দ

বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর জাবালে নূর পরিবহনের দুটি বাস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। স্টার ফাইল ছবি

জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে র‍্যাব-১ ও র‍্যাব-২ অভিযান চালিয়ে বাসগুলোকে জব্দ করে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছাত্র আন্দোলনের মধ্যে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছিল বিআরটিএ। বাসদুটি যাত্রী তোলার জন্য রাস্তায় একে অপরকে পাল্লা দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল করিম ওরফে রাজিব উদ্দিন ও দিয়া খানম মিম নামের দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাস চাপায় নিহত হয়। ঘটনার পর পরই বাসদুটিকে উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সেদিন থেকে শুরু করে নিরাপদ সড়কের দাবিতে এক সপ্তাহের বেশি ছাত্র আন্দোলন চলে দেশজুড়ে।

Comments