‘সালমান শাহ উৎসব’-এর ছবিগুলো
নায়ক সালমান শাহ অভিনয় করেছেন মাত্র ২৭টি ছবিতে। পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তার অভিনীত ছবিগুলোর অধিকাংশই ব্যবসায়িকভাবে সফল। নতুন প্রজন্মের চলচ্চিত্রের প্রায় সব নায়কই বিভিন্ন সময় জানিয়েছেন সালমান শাহ তাদের আইকন।
কোটি ভক্ত আজও সালমান শাহকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়। আসছে ঈদে তাকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব’।
প্রিয় এই নায়কের প্রয়াণ দিবস আগামী ৬ সেপ্টেম্বর। সেই দিবসকে সামনে রেখেই বেসরকারি চ্যানেল নাগরিক টিভির ঈদ আয়োজনে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত আটটি চলচ্চিত্র।
ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ এবং দুপুর ১টায় ‘সত্যের মৃত্যু নেই’ ছবিগুলো প্রচারিত হবে। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টায় প্রচার হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।
Comments