এই মুহূর্তে আশরাফুলের জন্য কোন জায়গা নেই: প্রধান নির্বাচক

সোমবার শেষ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। তবে স্পষ্ট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা উঠলেও আশরাফুলের জন্য বড় কোন সুখবর নেই। জাতীয় দলের দরজা আপাতত বন্ধই থাকছে তার জন্য। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশরাফুলের জন্য জাতীয় দলে কোন জায়গা দেখতে পাচ্ছেন না।
Mohammad Ashraful
ছবি: ফেসবুক থেকে

সোমবার শেষ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। তবে স্পষ্ট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা উঠলেও আশরাফুলের জন্য বড় কোন সুখবর নেই। জাতীয় দলের দরজা আপাতত বন্ধই থাকছে তার জন্য। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশরাফুলের জন্য জাতীয় দলে কোন জায়গা দেখতে পাচ্ছেন না।

বিপিএলে স্পষ্ট ফিক্সিংয়ে ধরা পড়ে ২০১৩ সালে নিষিদ্ধ হন সাবেক এই অধিনায়ক। দুইবছর আগে ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পেতে ২০১৮ সালের ১৩ আগস্ট পর্যন্ত অপেক্ষা ছিল আশরাফুলের।

আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একদিন আগে প্রধান নির্বাচক জানিয়েছেন আশরাফুলকে নিয়ে তাদের ভাবনা,  ‘সে অনেক ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। সাসপেসশন যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে। ’

ওয়ানডে, টি-টোয়েন্টিতে দলে অদল বদলের সম্ভাবনা কম। টেস্টে মিডল অর্ডার চিন্তার কারণ হলেও আপাতত সেখানেও তাকে বিবেচনা করছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিনহাজুল,  ‘তাকে কোন ফরম্যাটের জন্য আমরা চিন্তা করব সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন তেমন কোন চিন্তা করছি না। তারপরও সামনে ঘরোয়া মৌসুমটা আমরা দেখব, তারপর চিন্তা করব।’

গেল মৌসুমে পাঁচ সেঞ্চুরিসহ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোরার ছিলেন আশরাফুল। রান করে আলোচনায় আসলেও  মন্থর ব্যাট করায় সমালোচনাতেও পড়েন তিনি।

বয়সটা হয়ে গেছে ৩৪। জাতীয় দলে ফেরার লড়াইয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের হাতে সময়টাও সীমিত। যদিও বয়সের কোন বাধা দেখছেন না প্রধান নির্বাচক, ‘বয়স কোন বিষয় না। আপনার যদি ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের মানের হয় তাহলে যে কোন প্লেয়ারই আসতে পারে। যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর বয়সের ব্যাপার আছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। তার তো অবশ্যই সামর্থ্য আছে। এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোন জায়গা নেই।’

‘ফিটনেসটা জাতীয় দলের ক্রিকেটারদের পর্যায়ে আনতে হবে। আর পারফর্মেন্সটা অন্যদের তুলনায় অনেক ভালো হতে হবে। কারণ সে যেই জায়গায় ব্যাট করে সেই জায়গায় অনেক ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে। ’

আরও পড়ুন ঃ হ্যাজার্ডকে পেতে বিশ্বরেকর্ড গড়বে রিয়াল

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed near Tejgaon station in the capital this evening

35m ago