লর্ডসে ইনিংস ব্যবধানে হারল ভারত

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংলিশ বোলারদের জবাব দিতে পারল না ভারত। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের তোপে মুখে কোন ইনিংসেই পার করতে পারল না দেড়শ রান। তাই বিরাট কোহলির দল এড়াতে পারেনি ইনিংস হার।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংলিশ বোলারদের জবাব দিতে পারল না ভারত। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের তোপে মুখে কোন ইনিংসেই পার করতে পারল না দেড়শ রান। তাই বিরাট কোহলির দল এড়াতে পারেনি ইনিংস হার।

রোববার লর্ডস টেস্টের চতুর্থ দিনেই হয়ে যায় ফয়সালা। ইনিংস ও ১৫৯ রানে জিতে তাই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১০৭ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে মাত্র ১৩০ রান। চার দিনে ম্যাচ শেষ হলেও প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় খেলা হয়েছে আসলে তিন দিন। সেই তিন দিনেও বৃষ্টির বাগড়া হয়েছে আরও। সব মিলিয়ে ভারত হারল আড়াই দিনেরও কম সময়ে।

ভারতের ১০৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আগের দিনই সেঞ্চুরি করা ক্রিস ওকস এদিনও অপরাজিত থেকে যান ১৩৭ রান করে।

যে পিচে ইংলিশ পেসারদের স্যুয়িংয়ে খাবি খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সেই একই পিচে চনমনে ছিলেন ওকস, বেয়ারস্টোরা।

দ্বিতীয় ইনিংসে নামতেই আবার শুরু হয় ব্রড, অ্যান্ডারসনদের স্যুয়িংয়ের পসরা। তাতে ভড়কে গিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ১৩০ রানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অ্যান্ডারসন ২৩ রানে নেন ৪ উইকেট। ৪৪ রানে ৪ উইকেট পান ব্রড। বাকি দুই উইকেট যায় সেঞ্চুরিয়ান ওকসের পকেটে।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরাও হয়েছে ওকস।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১০৭

ইংল্যান্ড ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ৩৫৭/৬) ৮৮.১ ওভারে ৩৯৬/৭ ডিক্লে. (কুক ২১, জেনিংস ১১, রুট ১৯, পোপ ২৮, বেয়ারস্টো ৯৩, বাটলার ২৪, ওকস ১৩৭*, কারান ৪০; ইশান্ত ১/১০১, শামি ৯৬/৩, কুলদীপ ০/৪৪, পান্ডিয়া ৩/৬৬, অশ্বিন ০/৬৮)

ভারত ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৩০ (বিজয় ০, রাহুল ১০, পুজারা ১৭, রাহানে ১৩, কোহলি ১৭, পান্ডিয়া ২৬, কার্তিক ০, অশ্বিন ৩৩*, কুলদীপ ০, শামি ০, ইশান্ত ২; অ্যান্ডারসন ৪/২৩, ব্রড ৪/৪৪, ওকস ২/২৪, কারান ০/২৭)

ফল: ইংল্যান্ড ইনিংস ও ১৫৯ রানে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: ক্রিস ওকস

 

Comments