রংপুরে বাস চাপায় নিহতের ঘটনায় মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রংপুরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাসটির মালিক, চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। নগরের দর্শনা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে গতকাল রোববার বাস চাপায় নিহত হয় ১৬ বছরের জিয়ন। ঘটনার প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসী তিন ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেছিল।
রংপুরে বাস চাপায় নিহত তানভির আহমেদ জিয়ন। ছবি: সংগৃহীত

রংপুরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাসটির মালিক, চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। নগরের দর্শনা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে গতকাল রোববার বাস চাপায় নিহত হয় ১৬ বছরের জিয়ন। ঘটনার প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসী তিন ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেছিল।

পুলিশ সূত্রে দ্য ডেইলি স্টারের দিনাজপুর করেসপন্ডেন্ট জানান, রংপুর সদর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বাসটির চালক ইনসান আলী সানু (৩৮), তার সহকারী বাদশা মিয়া (৩৫) ও বাস মালিক শরীফা বেগমকে আসামি করা হয়েছে। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়।

গতকাল সকালে রংপুর-কুড়িগ্রাম সড়কে দর্শনা এলাকায় কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র তানভির আহমেদ জিয়নকে ভাই-বোন এক্সপ্রেসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গিয়েছিলেন। সন্ধ্যায় দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago