মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর ৫ জনের মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর অভিযুক্ত পাঁচ জনকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, এসহাক শিকদার (৮৩), আব্দুল গণি হাওলাদার (৭২), মো. আউয়াল ওরফে আউয়াল মৌলভী (৬৯), আব্দুস সাত্তার পেয়াদা (৬৫) ও সোলায়মান মৃধা (৮৬। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তারা এখন কারাগারে রয়েছেন।
গত ৩০ মে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রেখেছিলেন।
Comments