মেসি-রামোসদের লি লিগার খেলা দেখতে হবে ফেসবুকে

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্জিও রামোস, ইস্কোদের লা লিগার ম্যাচ দেখবেন। তাহলে এখন থেকে থাকতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। কারণ আগামী তিন মৌসুমের জন্য দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত আটটি দেশের স্প্যানিশ লিগ সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ফেসবুক।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। এ লিগের ডিজিটাল স্ট্র্যাটেজির প্রধান আলফ্রেডো বারমেজো বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে গুরুত্বপূর্ণ অঞ্চলে লা লিগার খেলাগুলো বিনা মূল্যে সম্প্রচার করা হবে। ফেসবুকের বিনা মূল্যে এ সেবা দিবে।’
লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে শুক্রবার থেকে। লিগের ৩৮০টি ম্যাচের সবগুলোই দেখা যাবে ফেসবুকে। ঠিক কত টাকার বিনিময়ে এর রফাদফা হয়েছে তা জানা যায়নি। এর আগে ২০১৪ থেকে গত মৌসুম পর্যন্ত লা লিগার এই অঞ্চলের সম্প্রচার স্বত্ব ৩ কোটি ২০ লাখ ডলার দিয়ে কিনে নিয়েছিল সনি পিকচার্স নেটওয়ার্ক।
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানের ফুটবল ভক্তদের সম্ভবত টিভিতে আর খেলা দেখার ব্যবস্থা থাকছে না। যদি না ফেসবুকের কাছ থেকে পরবর্তীতে সম্প্রচার-স্বত্ব কিনে না নেয়। এখন পর্যন্ত এমন কিছু শোনাও যায়নি। খেলা দেখার জন্য ‘ফেসবুক ওয়াচ’ নামের একটি অ্যাপ ব্যাবহার করে দেখতে হবে বলে জানা গেছে।
তবে এবারই প্রথম নয়, এর আগে আইপিএলের সম্প্রচার-স্বত্ব কিনতে চেয়েছিল ফেসবুক। শেষ পর্যন্ত নিলামে স্টার স্পোর্টসের কাছে কুলিয়ে উঠতে পারেনি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএরও কিছু ম্যাচের সম্প্রচার স্বত্ব আছে তাদের।
Comments