আমাদের জুনিয়ররা সেভাবে এগুচ্ছে না: আকরাম
বাংলাদেশ দলকে এখনো অনেকে ডাকছেন ‘পঞ্চ পাণ্ডব’ এর দল বলে। দলের ভালো ফলে পাঁচ সিনিয়র তারকাই রাখেন বড় ভূমিকা। অন্যদিকে তরুণ ক্রিকেটাররা ভুগছেন ধারাবাহিকতার অভাবে, ভুগছে দলও। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও এই নিয়ে হতাশ। সিনিয়রদের অনুসরণ করতে পরামর্শও দিয়েছেন তিনি।
বেশ অনেকদিন থেকে তামিম ইকবালের একজন যোগ্য ওপেনিং সঙ্গী পাওয়া যাচ্ছে না। ক্যারিয়ারের শুরু থেকে সৌম্য সরকার দিচ্ছিলেন দারুণ কিছুর ইঙ্গিত। কিন্তু ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফিরছেন তিনি। ধারাবাহিকতার অভাবে বাকিরাও। তার জায়গায় তিন বছর পর জাতীয় দলে ফিরেও কিছুই করতে পারেননি এনামুল হক বিজয়। লিটন দাসেরও সমস্যা ধারাবাহিকতা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকরাম উদাহরণ টানলেন সাকিব, তামিমের। তার পর্যবেক্ষণ এখনকার তরুণদের মধ্যে সেই অ্যাপ্রোচটাই নেই, ‘আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে তামিম-সাকিবদের যেভাবে দেখছি, এখনো কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের একইভাবে দেখছি। কিন্তু সাকিবরা অনূর্ধ্ব-১৯ এর পর যেভাবে উন্নতি করেছে, ব্যক্তিগতভাবে যেভাবে এগিয়ে গেছে, সেভাবে কিন্তু আমাদের জুনিয়ররা এগোচ্ছে না। সিনিয়রদের যদি অনুসরণ করে, ওদের মানসিকতা যদি জুনিয়রদের মধ্যে আসে, তাহলে আমরা দ্রুত ভালো ভালো খেলোয়াড় পেয়ে যাব।’
‘কৃতিত্বটা আমি সিনিয়র ক্রিকেটারদের দেব। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা খেলে যাচ্ছে। একটা দেশের হয়ে এত বছর খেলে যাওয়া অনেক বড় ব্যাপার। ওদের ব্যক্তিগত প্রচেষ্টা অনেক ভাল ছিল।’
Comments