জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনলাইন আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে।
আজ সকাল ১০টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারছেন। আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ৫ অক্টোবর শুক্রবার ও ৬ অক্টোবর শনিবার পরীক্ষা হবে না।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Comments