ঘুরে দাঁড়ানোয় অবদান মাশরাফি ভাইয়ের: তামিম

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল বাংলাদেশ আমূল পাল্টে যায় রঙিন পোশাকে। ওয়ানডে সিরিজ জেতার পর জিতে এসেছে টি-টোয়েন্টি সিরিজও। দলের এই ঘুরে দাঁড়ানোয় ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার বড় অবদান দেখছেন তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই টেস্টেই শোচনীয় হার। সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার বিব্ররতকর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে দলের অবস্থা হয়ে পড়েছিল দিশেহারা। ওয়ানডে সিরিজে যোগ দিয়ে টালমাটাল সেই দলকেই পাল্টে দেন মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙিন পোশাকে ব্যাটে রান পেয়েছেন তামিমও, অবদান রেখেছেন দলের জয়ে। সফর শেষে দেশে ফিরে বিশ্রামে ছিলেন তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু করেন অনুশীলন। ঘন্টাখানেক ব্যাটিং অনুশীলন করে সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের ঘুরে দাঁড়ানোর পেছনের কথা, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফি ভাই এর দলে যোগ দেয়া বড় অবদান ছিল। তিনি হয়তো অন্যের হয়ে ব্যাটিং ও বোলিং করে দেননি। কিন্তু দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করতে অনেকে সাহায্য করেছেন। একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব থাকে, পরিষ্কার মনোভাব থাকে না। তিনি যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছেন, সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এটা বড় কারণ ছিল।’
‘এরপর যেভাবে করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খেললাম, কঠিন উইকেটে আমরা কোন সময় হাল ছেড়ে দেইনি।’
ওয়ানডে, টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টের বাজে হার এখনো পোড়াচ্ছে তামিমকে। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে না পারায় আক্ষেপে ঝরছে তার কণ্ঠে, ‘আমাদের টেস্ট সিরিজ যতটা ভালো খেলা উচিত ছিল তার আশেপাশেও খেলতে পারি নি। অনেকে উইকেট ও বলের (ডিউজ) কথা বলছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা এরচেয়ে আরও ভালো খেলতে পারতাম। উইকেট কঠিন ছিল, কিন্তু যেমন খেলেছি এর থেকে ভালো দল আমরা। আর টেস্ট সিরিজের মানসিকভাবে আমরা ডাউন ছিলাম।’
লাল বলে দুর্বল মনোবলে ধসে যাওয়ার পর সাদা বলে ঘুরে দাঁড়ানো বিশেষ কিছু তামিমের কাছে,
‘আমাদের জন্য ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা জানতাম ওয়ানডে ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কষ্ট করে উইকেটে ছিলাম আমরা। সেটার ফলাফল পেয়েছি আমরা। এরপর স্বভাবতই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার কাছে মনে এমন টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ফিরে আসা বিশেষ পারফর্মেন্স ছিল।’
Comments