পরলোকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী আর নেই। তিনি আজ (১৬ আগস্ট) বিকালে ৯৩ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Atal Bihari Vajpayee
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী (১৯২৪ - ২০১৮)। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী আর নেই। তিনি আজ (১৬ আগস্ট) বিকালে ৯৩ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, গতকাল বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর, আজ স্থানীয় সময় বিকাল ৫টা ৫ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের এক বিবৃতিতে গতকাল (১৫ আগস্ট) বলা হয়েছিল, “কিডনি সমস্যার কারণে গত ১১ জুন ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীকে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।”

বাজপেয়ী ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। প্রথম দফায় তিনি ক্ষমতায় ছিলেন ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পাঁচ বছর তথা পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর স্বাস্থ্যগত কারণে বাজপেয়ী রাজনীতি থেকে দূরে সরে যান। গত কয়েক বছরে তাকে কদাচিৎ বাড়ির বাইরে দেখা গিয়েছিল।

Comments