শীর্ষে ফ্রান্স, সেরা দশে নেই জার্মানি-আর্জেন্টিনা

France

বিশ্বকাপের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের রদ বদল হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অনুমিতভাবেই ছয় ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স। এক ধাপ এগিয়ে বেলজিয়ামের অবস্থান দুই, এক ধাপ পিছিয়ে ব্রাজিল আছে তিনে। তবে শীর্ষ দশে নেই জার্মানি ও আর্জেন্টিনা। বিশ্বকাপে ফাইনালে উঠে তাক লাগিয়ে দেওয়া ক্রোয়েশিয়া ১৬ ধাপ লাফ দিয়ে উঠে এসেছে চারে। আগের মতই তলানির দিকে ১৯৪তম স্থানে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফিফা প্রকাশ করে নতুন র‌্যাঙ্কিং। তাতে সবার বিশ্বকাপে  পারফরম্যান্সের প্রভাব পড়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দিদিয়ের দেশমের ফ্রান্স লাফ দিয়ে উঠেছে শীর্ষে। এর আগে শীর্ষে থাকা জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ধপাস করে পিছিয়ে গেছে ১৪ ধাপ। ছয় ধাপ নেমে একাদশ স্থানে লিওনেল মেসিদের আর্জেন্টিনা।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিলেও মাত্র এক ধাপ নেমেছে ব্রাজিল। ব্রাজিলের জায়গা নিয়েছে বেলজিয়াম।

র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আটটিই । সপ্তম স্থানে পর্তুগাল, অষ্টম সুইজারল্যান্ড, নবম স্পেন এবং দশম স্থানে ডেনমার্ক।ইউরোপের বাইরে ব্রাজিল ছাড়া পাঁচে আছে উরুগুয়ে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান অপরিবর্তিত বাংলাদেশের। ১৯৪ তম স্থানে আছে লাল সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়া সেরা অবস্থায় ভারত। ৯৬তম স্থানে আছে তারা।

Comments

The Daily Star  | English

Israel says Iran violates ceasefire, orders new strikes

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago