মিঠুন-সৌম্যের ঝলকে সিরিজ জিতল ‘এ’ দল
মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ের পরও উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিংয়ের দুই ফিফটিতে বিশাল সংগ্রহই পেয়েছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ব্যাটে সেই রান মামুলি বানিয়ে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। বিস্ফোরক উদ্বোধনী জুটিতে বেশি আগ্রাসী ছিলেন মিঠুনই। জয়ের মূল নায়কও হয়েছেন তিনি।
শুক্রবার রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে সৌম্য সরকারের দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
বৃষ্টি বাঁধায় ১৮ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট ১৮৩ রান করেছিল আইরিশরা। পোর্টারফিল্ড ৭৮ ও সিমি করেন ৬৭। জবাবে ৭ বল আগেই খেলা শেষ করেছে বাংলাদেশ।
১১ ওভারে উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। ৪৭ রান করা সৌম্যের আউটে ভাঙে এই জুটি। তবে ২৩ বলে ফিফটি তুলা মিঠুন চালিয়েছেন আরও কিছুক্ষণ।
এর মাঝে দ্রুত নাজমুল হোসেন শান্ত জাকির হাসানের উইকেট হারলেও বিপদে পড়েনি বাংলাদেশ। দলকে নিরাপদ অবস্থায় নিয়ে আউট হন ৮০ রান করা মিঠুন। আল-আমিন জুনিয়র (২১*) এর সঙ্গে শেষটা নিরাপদে পার করেন মুমিনুল হক (১১*)। ৭ বল আগেই তাই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
এর আগের অংশে বাংলাদেশের নায়ক ছিলেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৪ উইকেট পান তিনি। শুরু আর শেষে তার দারুণ বোলিংয়ে আইরিশদের স্কোরটা আরও বড় হতে পারেনি।
আয়ারল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ ‘এ’।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড উলভস: ১৮ ওভারে ১৮৩/৫ (টম্পসন ১২, গ্যারেথ ডেলানি ৯, পোর্টারফিল্ড ৭৮, বালবার্নি ১, সিমি ৬৭, শেন ৫, টাকার ০*; খালেদ ০/৩৭, সাইফ ৪/২৮, শরিফুল ১/৪১, সৌম্য ০/৪০, তাইজুল ০/৩০)
বাংলাদেশ ‘এ’ দল: ১৬.৫ ওভারে ১৮৭/৪ (মিঠুন ৮০, সৌম্য ৪৭, শান্ত ৬, জাকির ১৩, আল আমিন জুনিয়র ২১*, মুমিনুল ১১*; সিমি ০/৪৩, চেইস ০/২৭, ডেভিড ডেলানি ০/১৪, লিটল ১/৫০, ডাকরেল ০/১৪, শেন ৩/৩৬)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ ‘এ’।
Comments