এবার জাতীয় লিগের মান বাড়বে, আশা মিনহাজুলের
বেশ কিছু নতুন পদক্ষেপের মাধ্যমে জাতীয় ক্রিকেট লিগের মান এবার বাড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ‘পিকনিক’ মুড কাটিয়ে প্রতিযোগিতা বাড়াতে এবার ফিটনেস ট্রেনিং কোর্স শুরু হবে এক মাস আগে থেকে।
চলতি বছর জাতীয় লিগ শুরু হওয়ার কথা অক্টোবরে। তার এক মাস আগে সেপ্টেম্বরে প্রথম শ্রেণিতে চুক্তিভুক্ত খেলোয়াড়দের নিয়ে শুরু হবে ফিটনেস ক্যাম্প।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক শেষে জাতীয় লিগের ব্যাপারে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানান মিনহাজুল, ‘আমরা একটা মিটিং করেছি। আমাদের প্রথম শ্রেণীর অনেক বেতনভুক্ত খেলোয়াড় আছে। প্রথম শ্রেণির (ভাল করার) একটা ক্রাইটেরিয়া ফিটনেস নিয়ে আমরা আলোচনা করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু হবে। যাতে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বাকি খেলোয়াড়দের ফিটনেস লেভেল একইরকম রাখা যায়।’
‘ফিটনেস ট্রেনার যারা আছে কাজ করবে। কারণ এইচপিতেও এবার অনেকে ইনজুরিতে পড়েছে। সেসব মাথায় রেখে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এক মাস আগে থেকে ফিটনেস ট্রেনিং কোর্স শুরু করছি। ’
দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ। আট দলের টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হয় ম্যাড়ম্যাড়ে। দলগুলোর মধ্যে থাকে না জেতার তাড়না। এই নিয়ে বিস্তর সমালোচনার পর এবার কিছুটা প্রতিযোগিতামূলক লিগ করার কথা শুনিয়েছেন প্রধান নির্বাচক, ‘এটা নিয়ে কাজ করছি। টুর্নামেন্ট শুরুর দুই থেকে তিন সপ্তাহে আগে থেকে কাজ শুরু করব। জাতীয় লিগের মানটা আমরা বাড়াতে চাচ্ছি। টেস্ট ক্রিকেটে যদি আমরা ভাল ফল চাই তাহলে প্রথম শ্রেণীটা প্রতিযোগিতা আনতে অহবে। আশা করি এই বছর থেকে প্রতিযোগিতামূলক করতে পারব।’
Comments