ভারতের কাছে শিরোপা হাতছাড়া কিশোরীদের

তিন ম্যাচে ২২ গোল দিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের কিশোরীরা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ফেভারিটও ছিল বাংলাদেশই। তবে ফাইনালে এসে খেই হারালো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।

তিন ম্যাচে ২২ গোল দিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের কিশোরীরা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ফেভারিটও ছিল বাংলাদেশই। তবে ফাইনালে এসে খেই হারালো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।

ভূটানের থিম্পুতে ৬ ৬ মিনিটে সুনিতা মান্ডার গোলে ভারত এগিয়ে যায়। টুর্নামেন্টে এই প্রথম বাংলাদেশের জালে কেউ বল পাঠালো।  গোল খেয়ে শেষ দিকে তুমুল চাপ তৈরি করলেও আর পেরে উঠেনি তহুরা, মারিয়ারা।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল ভারতের মেয়েদের। ওদের গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলাদেশ। ৭ মিনিটেই গোল পেতে পারত ভারত। বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মাহমুদা। ৩১ মিনিটেও ত্রাতা তিনি। দ্বিতীয়ার্ধে খেলার তাল ধরতে সাজেদার বদলে শামসুন্নাহারকে নামান কোচ ছোটন। তাতেও লাভ হয়নি।

৬৬ মিনিটে আসে ওই গোল। লিন্ডা কমের কর্নার থেকে বল পেয়ে কাজে লাগান সুনিতা। ৭৬ মিনিটে অবশ্য সমতা ফেরাতে পারত বাংলাদেশ। মনিকা চাকমার দূরপাল্লার শট ফিরে আসে বারে লেগে। মিনিট ছয়েক পর তহুরা খাতুনের শট বারে লেগে ফিরলে হতাশায় পুড়ে কিশোরীরা। ভারতের কিশোরীদের উল্লাসের মাঝে মাঠ ছাড়ে আগের বারের চ্যাম্পিয়নরা।

Comments