মেসি জাদুতে বার্সেলোনার দারুণ সূচনা

দুটি গোল করলেন, দুটি লাগলো বারপোস্টে। অন্যথায় লা লিগার সূচনাটা অন্যরকম হতে পারতো লিওনেল মেসির জন্য। তবে হয়েছে তাও বা কম কিসে। পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন এ আর্জেন্টাইন জাদুকর। দারুণ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোও। ফলে দিপার্তিভো আলাভেস ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে দারুণ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে আলাভেস ডিফেন্সকে ব্যস্ত রাখে বার্সেলোনা। ২ মিনিটেই মেসিকে দারুণ এক পাস দিয়েছিলেন ইভান রাকিতিচ। তবে দুরূহ কোণ থেকে লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ১১ মিনিটে মেসির ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি লুইস সুয়ারেজ। ৩৫ মিনিটে মেসির ক্রস থেকে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন রাকিতিচ। তবে লক্ষ্যে রাখতে পারেননি।
৩৭ মিনিটে মেসির ফ্রিকিক বারে লেগে ফিরে আসলে হতাশা বারে চ্যাম্পিয়নদের। পরের মিনিটে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ওসমান দেম্বেলে। তবে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ৪৩ মিনিটে দেম্বেলের আরও একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সেলোনা। ৪৭ মিনিটে দেম্বেলের পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মেসিও। তবে দারুণ দক্ষতায় মেসির শট ফিরিয়ে দেন গোলরক্ষক ফের্নান্দো পাচেকো। ১০ মিনিট পর মেসির নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৫৯ মিনিটে আলাভেসের দুর্গ ভাঙেন মেসি। তার মাটি কামড়ানো ফ্রিফিক জালে জড়ায়।
৬৬ মিনিটে বক্সের মধ্য থেকে দারুণ এক শট নিয়েছিলেন মেসি। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও পারেননি বারকে। পোস্টে লেগে ফিরে আসে সে শট। ৭৩ মিনিটে ডিফেন্ডারের ভুলে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সুয়ারেজ। তবে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ৮১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েছিলেন কৌতিনহোও। তবে দারুণ দক্ষতায় তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক।
তবে পরের মিনিটে আর কৌতিনহোকে আটকাতে পারেননি পাচেকো। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান। যোগ করা সময়ে সুয়ারেজের ক্রস থেকে দারুণ ভাবে বল নিয়ন্ত্রণ করে বল জালে জড়ান মেসি। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
Comments