উল্টোপথে চলা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ফেনীতে নিহত ৬

road accident

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় গরু বহনকারী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশু, তিন নারীসহ ছয় জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় মহাসড়কে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টোপথ দিয়ে যাচ্ছিল।

পুলিশকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুহুরীগঞ্জ নামক স্থানে কক্সবাজারের টেকনাফ থেকে একটি গরু বোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৯৩১) ফেনীর ছাগলনাইয়ার দিকে যাচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম অভিমুখী অপর একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৫৪৮৮৩) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই শিশু, তিনজন নারীসহ মোট ছয় জন নিহত হন। আহত চারজন জেলা সদর হাসপাতালে ও তিনজন মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের শিশু ও নারীরা একই পরিবারের এবং অপরজন মাইক্রোবাসের চালক। তার নাম আব্বাস উদ্দিন, তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা। তার একজন নিকটাত্মীয় ফেনী সদর হাসপাতালে লাশ শনাক্ত করেছেন। অপর নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিদেশ ফেরত এক প্রবাসী আত্মীয়কে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আনতে লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাসের যাত্রীরা রওনা দিয়েছিলেন।

কুমিল্লার আঞ্চলিক হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কের উল্টোপথ ধরে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago