কলকাতায় মেগাসিরিয়ালের শুটিং বন্ধ

কলকাতার নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরামের সাধারণ সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ অভিনেতা। ছবি: স্টার

সোমবার থেকে কলকাতার বেশ কয়েকটি বিনোদন নির্ভর চ্যানেলের ধারাবাহিক নাটকের পুরনো পর্ব দেখাতে শুরু করেছে। টালিগঞ্জের স্টুডিওপল্লিতে গত শনিবার থেকে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে।

শিল্পীদের অভিযোগ, তারা শুটিংয়ে যাচ্ছেন কিন্তু টাকা না পাওয়া তারা কাজ করতে পারছেন না।

অন্যদিকে প্রযোজকরা বলেছেন, একজন শিল্পী একাধিক সিরিয়ালে অভিনয় করেন। কিন্তু প্রত্যেক প্রযোজকের কাছ থেকে একদিনের শিল্পী একদিনেরই পারিশ্রমিক নেন।

চলমান ধর্মঘট থেকে উত্তরণের কোনো লক্ষণ দেখা যায়নি মঙ্গলবার বিকেল পর্যন্ত। এদিনও দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরামের সাধারণ সভায় প্রায় দেড় হাজার অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী যোগ দিয়েছিলেন। ওই মিটিংয়েও শিল্পীরা প্রযোজকদের কাছে পাওনা টাকা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা বলেছেন।

আর্টিস্ট ফোরামের জেনারেল মিটিংয়ের উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ অভিনেতা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, শিল্পীরা কল-টাইম দিলে চলে যাবেন। বুধবার সকালেই যদি তাদের ডাকা হয় প্রত্যেক শিল্পীরাই যাবেন শুটিং স্পটে। কিন্তু তাদের সেখানেই টাকা রেডি রাখতে হবে। আমাদের শিল্পীরা ১০ ঘণ্টার জায়গায় ১৮ ঘণ্টাও কাজ করেন। তাদের পাওনা টাকা ঠিকমতো দেওয়া হয় না। এটা এটা নিয়মের মধ্যে আসা উচিৎ। প্রযোজকরা আমাদের বন্ধু মানুষ, তাদের উচিৎ হবে বিষয়টি মিটিয়ে ফেলা।

এর আগে সোমবার দুপুরে টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রযোজকদের তিন দফায় বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। পরে শিল্পী-কলাকুশলী ও প্রযোজকদের উভয়পক্ষ পৃথকভাবে সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অনড় অবস্থানের কথা জানান।

প্রযোজকদের পক্ষে অরিন্দম শীল বলেন, একজন শিল্পী ওভারটাইমের হিসাব করেন। ওভারটাইমের টাকা পাওনা আছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু তারা একসঙ্গে একাধিক মেগাসিরিয়ালে কাজ করেন। একদিন একাধিক কাজও করেন। কিন্তু তাদের পুরোদিনের টাকা দিতে হয়। আর তারাই এখন ওভারটাইমের কথা বলছেন। এটা কি কোনও যুক্তি হতে পারে আদৌ।

প্রসঙ্গত গত ১৮ আগস্ট থেকে কলকাতার ভারতলক্ষ্মী, ইন্দ্রপুরীর মতো ব্যস্ততম স্টুডিও কার্যত তালা বন্ধ।

স্টার জলসা, কালারস, জি-বাংলা, আকাশ, সনি-এইট ছাড়াও কলকাতার জনপ্রিয় বেশ কয়েটি জনপ্রিয় বিনোদন নির্ভর চ্যানেলে বহু দর্শকপ্রিয় মেগাসিরিয়াল সোমবার থেকে পুরনো পর্ব চালাতে দেখা গিয়েছে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago