দারুণ জয়ে সিরিজে ফিরল ভারত

ট্রেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিনে ভারতের জেতাটা ছিল কেবল আনুষ্ঠানিকতা। তা সারতে লাগল মাত্র ১৭ বল। রবীচন্দ্র অশ্বীন জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নিতেই আগের দিনের জমিয়ে রাখা জয়ৎসব সেরেছে ভারত। সিরিজে প্রথম দুই টেস্ট হেরে পিছিয়ে থাকা বিরাট কোহলির সিরিজেও ফিরেছে দারুণভাবে।

ট্রেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিনে ভারতের জেতাটা ছিল কেবল আনুষ্ঠানিকতা। তা সারতে লাগল মাত্র ১৭ বল। রবীচন্দ্র অশ্বীন জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নিতেই আগের দিনের জমিয়ে রাখা জয়ৎসব সেরেছে ভারত। সিরিজে প্রথম দুই টেস্ট হেরে পিছিয়ে থাকা বিরাট কোহলির সিরিজেও ফিরেছে দারুণভাবে।

দিনের তৃতীয় ওভারে বল হাতে পেয়ে অ্যান্ডারসনকে রাহানের ক্যাচ বানান অশ্বিন, ইংলিশরা থামে ৩১৭ রানে। তাতে ট্রেন্ট ব্রিজে ভারত জিতে যায় ২০৩ রানে। এই জয়ে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে পিছিয়ে থাকা ভারত ব্যবধান কমিয়ে আনল ২-১ এ।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ভুগান্তির নাম জাসপ্রিন্ট বোমরাহ। এই পেসার ৮৫ রানে নিয়েছেন ৫ উইকেট। আগের ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।  ভারতের জয়ে অবদান বেশ কয়েকজনেরই। তবে দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করা অধিনায়ক বিরাট কোহলিই হয়েছেন ম্যাচ সেরা।

প্রথম ইনিংসে কোহলির ৯৭ ও রাহানের ৮১ রানের দুই ইনিংসে ভর করে ৩২৮ রান করেছিল ভারত। জবাবে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার সেরা বোলিংয়ের তোপে পড়ে ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে।

বড় লিড পাওয়া ভারতকে দ্বিতীয় ইনিংসেও পথ দেখান কোহলি। ২৩তম টেস্ট সেঞ্চুরি করে দলকে পাইয়ে দেন বিশাল লিড।

জেতার জন্য ৫২১ রানের লক্ষ্যে ইংলিশদের হয়ে শুধু লড়েছেন জস বাটলার আর বেন স্টোকস। তাতে আসলে ব্যবধানই কমেছে।বাটলারদের থামিয়ে ইংলিশদের সময়মত ডানা কাটার কাজটা মূলত করেছেন বোমরাহ। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩২৯

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৬১

ভারত ২য় ইনিংস: ৩৫২/৭ ডিক্লে.

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫২১) ১০৪.৫ ওভারে ৩১৭ (কুক ১৭, জেনিংস ১৩, রুট ১৩, পোপ ১৬, স্টোকস ৬২, বাটলার ১০৬, বেয়ারস্টো ০, ওকস ৪, রশিদ ৩৩*, ব্রড ২০, অ্যান্ডারসন ১১; বুমরাহ ৫/৮৫, ইশান্ত ২/৭০, অশ্বিন ১/৪৪, শামি ১/৭৮, পান্ডিয়া ১/২২)

ফল: ভারত ২০৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে

 

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago