দেম্বেলের গোলে জয় পেল বার্সেলোনা

ব্রাজিলিয়ান তরুণ ম্যালকম বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই দল ছাড়ার জন্য মরিয়া হয়ে পড়েছিলেন দেম্বেলে। ভালো অফার না পাওয়ায় তা আর হয় ওঠেনি। তবে তিনি যে দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিচ্ছেন মৌসুমের শুরু থেকেই। রিয়াল ভায়াদরিদের বিপক্ষে দেম্বেলের গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শনিবার বার্সেলোনাকে লম্বা সময় আটকে রেখেছিল ভায়াদরিদ। ৫৬ মিনিটে আর দেম্বেলেকে না আটকাতে পারলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। গোল করার করার বেশ কিছু সুযোগ পেয়েছিল ভায়াদরিদও। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ায় পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তি পায় বার্সিলোনাই।
ম্যাচের ৪ মিনিটেই একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে লক্ষ্যে শট নিয়েছিলেন দেম্বেলে। তবে দুরূহ কোণ থেকে তার নেওয়া শট পোস্টের সামান্য উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর গোল করার দারুণ সুযোগ পায় ভায়াদরিদ। তবে এনেস উনালের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান।
২২ মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুণ শট নিয়েছিলেন দেম্বেলে। কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৩১ মিনিটে দিনের সেরা সুযোগটি পেয়েছিলেন লুইস সুয়ারেজ। ফিলিপ কৌতিনহোর ক্রস থেকে গোলরক্ষক জর্দি মাসিপকে একা পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু মাসিপের গায়ে মেরে সে সুযোগ নষ্ট করেন এ উরুগুইয়ান।
৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক মাটি কামড়ানো শট নিয়েছিলেন কৌতিনহো। তবে গোলরক্ষক মাসিপ ঝাঁপিয়ে পড়ে তা ফিরিয়ে দেন। ৫৭ মিনিটে গোল পায় বার্সা। সুয়ারেজের ক্রস হেড দিয়ে দেম্বেলেকে পাস দেন সের্জিও রোবার্তো। আর দেম্বেলের শট সহজেই জালের ঠিকানা খুঁজে পায়।
৭৬ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করে ভায়াদরিদ। দুহে ক্রপের ক্রস থেকে বারের সামনে একে বারে ফাঁকায় হেড নেওয়ার সুযোগ পেয়েছিলেন কেকো। তবে তার দুর্বল হেড সহজেই ধরে ফেলেন টের স্টেগান। এরপর আর তেমন কোন জোরালো আক্রমণ না হওয়ায় গোলও হয়নি। ফলে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
দিনের অপর ম্যাচে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের প্রথম জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
Comments