আর্সেনাল প্রথম জয়,পয়েন্ট খোয়াল ম্যানসিটি

আর্সেনালকে হারিয়েই ইংলিশ লিগের সূচনা করেছিল গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে তো উড়িয়েই দেয় তারা। তবে তৃতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াল পেপ গার্দিওলার দল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করেছে দলটি। একই দিনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্সেনাল।

আর্সেনালকে হারিয়েই ইংলিশ লিগের সূচনা করেছিল গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে তো উড়িয়েই দেয় তারা। তবে তৃতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াল পেপ গার্দিওলার দল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করেছে দলটি। একই দিনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্সেনাল।

ইনজুরিতে পড়া দলের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনের অনুপস্থিতিটা এদিন ভালোভাবেই টের পেয়েছে ম্যানসিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে পিছিয়ে পড়ে ১-১ গোল ড্র করে মাঠ ছেড়েছে তারা। আর টানা দুটি হারের পর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের স্বস্তির জয় পেয়েছে আর্সেনাল। চলতি আসরে এটা তাদের প্রথম জয়।

ম্যানসিটির বিপক্ষে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যেতে পারতো উলভারহ্যাম্পটন। লক্ষ্যভেদ করেছিলেন দিয়াগো জটা। তবে অফসাইডের জন্য সে গোল বাতিল হয়। পরের মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানসিটিরও। সের্জিও আগুয়েরোর শট বারে লেগে ফিরে আসে। এক মিনিট পর আবারো সুযোগ আসে তাদের। এবার রহিম স্টার্লিংয়ের শট গোলরক্ষকের হাতে লাগার পর বারপোস্টে লেগে ফিরে আসে।

৫৭ মিনিটে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। এবার অফসাইডের ফাঁদ ভাঙতে সমর্থ হয় দলটি। হোয়াও মৌনতিনহোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান উইলি বলি। ৬৯ মিনিটে সমতায় ফেরে সিটি। গুন্ডুগানের নেওয়া ফ্রিকিক থেকে ফাঁকায় হেড করে লক্ষ্যভেদ করেন আইমেরিক লাপোর্তে। ৭৭ মিনিটে দারুণ এক হেড নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। তবে তার হেড গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসে।

অপর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিলেন আর্সেনালও। ২৫ মিনিটে ফিলিপি অ্যান্ডারসনের সঙ্গে দেওয়া নেওয়া করে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন মার্কো আর্নাতোভিচ। গোল শোধ করতে অবশ্য খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। চার মিনিট পরই আলেক্স আইবির ক্রস ডিফেন্ডাররা ঠিকভাবে ফেরাতে না পারলে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন নাচো মনরিয়াল।

৭০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজাত্তের শট ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়। ম্যাচের যোগ করা সময়ে হেক্টর বেয়েরিনের ক্রস থেকে বারের সামনে ফাঁকায় বল পেয়ে যান ড্যানি ওয়েলব্যাক। তা থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন এ ইংলিশ ফরোয়ার্ড।

তিন ম্যাচের আসরে প্রথম জয় তুলে ৩ পয়েন্ট পেল আর্সেনাল। আর সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ম্যানসিটি। ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago