অভাবনীয় এক রেকর্ড ইরফানের

ছবি: সিপিএল

৪-৩-১-২! চার ওভার বল করে তিনটাই মেডেন। শেষ ওভারে দিলেন মাত্র ১ রান, নিয়েছেন ২ উইকেটও। এমন বিস্ময়কর বোলিং করে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান গড়েছেন রেকর্ড। টি-টোয়েন্টিতে এটাই এখন সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির।

শনিবার ইরফানের এই ঝলক দেখা গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৭ ফুট ১ ইঞ্চি লম্বা বাঁহাতি এই পেসারের এমন বোলিংয়ের পরও সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কাছে হেরেছে তার দল।

এর আগে এই রেকর্ড দখলে ছিল দুইজনের। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস র‍্যাম স্লাম চ্যালেঞ্জ হাইভেল্ড লায়ন্সের হয়ে ৪ ওভারে ২ রান দিয়েছিলেন ২০১৪ সালে। ২০১৫ সালে শ্রীলঙ্কা এসএলসি কাপে চানাকা ভেলেগেদারার বোলিং ফিগারও ছিল এটি।

শনিবার ঘরের মাঠে ইরফানরা আগে ব্যাট করে তুলে ১৪৭ রান। ওই রান ঠেকাতে গিয়ে প্রথম বল হাতে নিয়েই সাফল্য ইরফানের। ইনিংসের প্রথম বলেই তিনি আউট করেন বিস্ফোরক ক্রিস গেইলকে। নেন মেডেন। পরের ওভারে এসে এভিন লুইসকে আউট করেও মেডেন নেন তিনি।

তৃতীয় ওভারে এসে উইকেট না পেলেও রান দেননি। হয়ে যায় টি-টোয়েন্টিতে প্রথমবার কোন বোলারের হ্যাটট্রিক মেডেন।

শেষ ওভারেও মেডেন প্রায় নিয়েই ফেলেছিলেন। প্রথম পাঁচ বল ডট দিয়ে শেষ বলে দিয়ে দেন ১ রান।

এত অবিশ্বাস্য বল করার পরও দলকে জেতাতে পারেননি ইরফান। বাকি বোলারদের নিদারুণ ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহদের সেন্ট কিটস ৬ উইকেটে জিতে যায় ৭ বল আগেই। ব্যাট করার সুযোগ পাননি মাহমুদউল্লাহ।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago