এক ব্রাজিলিয়ানের কাছে বিধ্বস্ত ম্যানইউ

হোসে মরিনহোর চিন্তাটা বাড়ল। মৌসুমের শুরুটাই হয়েছিল যাচ্ছেতাই। ঘরের মাঠে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু ধারালো আক্রমণ করেও পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর তিন গোল খেয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। যার দুটিই করেছেন ব্রাজিলিয়ান লুকাস মাউরা।
Tottenham's Lucas Moura

হোসে মরিনহোর চিন্তাটা বাড়ল। মৌসুমের শুরুটাই হয়েছিল যাচ্ছেতাই। ঘরের মাঠে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু ধারালো আক্রমণ করেও পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর তিন গোল খেয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। যার দুটিই করেছেন ব্রাজিলিয়ান লুকাস মাউরা।

সোমবার ওল্ড টার্ফোর্ডের ভরা গ্যালারি হতাশ হয়েছে ৩-০ গোলের হারে। টটেহ্যামের পক্ষে গোল করেছেন তাদের সেরা তারকা হ্যারি কেইন। বাকি দুই গোল করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মাউরা।

খেলার শুরু থেকে অবশ্য দেখে বোঝার উপায় ছিল না ফল হতে যাচ্ছে এরকম! প্রথম মিনিট থেকে ধারালো আক্রমণ কেবল আফসোস বাড়িয়েছে মরিনহোর শিষ্যদের। ২০ সেকেন্ডেই গোলের সুযোগ হাতছাড়া করেন ফ্রেড। প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ তৈরি করে ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে গিয়েই পালটে যায় চিত্র। ৫০ মিনিটে কিরান ট্রিপিয়ারের নেওয়া কর্নার থেকে লাফানো হেডে বল জালে ঢুকান কেইন। দুই মিনিট পরই আবার সাফল্য টটেনহ্যামের।

ক্রিস্টিয়ান এরিকসনের পাস থেকে আড়াআড়ি শটে গোল করেন এই মৌসুমে পিএসজি থেকে  আসা মাউরা। ৮৪ মিনিটে শেষ পেরেক টুকে দেন তিনিই। পালটা আক্রমণ থেকে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্যবধান করে দেন ৩-০।

তিন ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে টটেনহ্যাম। অন্যদিকে ম্যানইউর অবস্থা বড়ই শোচনীয়। মাত্র ১ জয়ে আছে ১৩ নম্বরে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

4h ago