জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে: ইসি

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই নির্বাচনে ১০০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণেরও প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসি’র সচিব হেলালাউদ্দিন আহমেদ আজ এই তথ্য জানিয়েছেন।
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই নির্বাচনে ১০০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণেরও প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসি’র সচিব হেলালাউদ্দিন আহমেদ আজ এই তথ্য জানিয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন মাত্র কয়েক মাস সময় বাকি রয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় ইভিএম ব্যবহারের বিরোধিতার কথা বলে এসেছে।

গত বছর নির্বাচন নিয়ে ইসি’র সংলাপের সময়ও নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছিল।

আগামী ৯ সেপ্টেম্বর বর্তমান জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন বসবে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago