আফগান স্পিনাররা এবার ‘সফল হবে না’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের আতঙ্কের নাম ছিল তাদের স্পিনাররা। তিন ম্যাচেই ওদের ঘূর্ণিতে নাজেহাল হয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। কদিন পর সেই আফগান স্পিনারদের আবার সামনে পাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী যে রশিদ খানরাই। তবে এবার আর এমনটি নয়, ফরম্যাট ভিন্ন বলেই আফগান স্পিনাররা সফল হতে পারবে না বলে মনে করছেন সৌম্য সরকার।
Soumya Sarkar-Rubel Hossain
বুধবার অনুশীলনে রুবেল হোসেনের সঙ্গে ফুরফুরে মেজাজে সৌম্য সরকার। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের আতঙ্কের নাম ছিল তাদের স্পিনাররা। তিন ম্যাচেই ওদের ঘূর্ণিতে নাজেহাল হয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। কদিন পর সেই আফগান স্পিনারদের আবার সামনে পাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী যে রশিদ খানরাই। তবে এবার আর এমনটি নয়, ফরম্যাট ভিন্ন বলেই আফগান স্পিনাররা সফল হতে পারবে না বলে মনে করছেন সৌম্য সরকার।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে  বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর আফগানিস্তান। গ্রুপের সেরা দুই দল যাবে সুপার ফোরে। এক গ্রুপে তিন টেস্ট খেলুড়ে দেশ পড়ায় এটাকেই কিছুটা কঠিন গ্রুপ মনে করা হচ্ছে।

রশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নবীদের নিয়ে আফগান স্পিন আক্রমণও টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে ফরম্যাট ভিন্ন বলেই এদের নিয়ে দুশ্চিন্তা করছেন না সৌম্যরা, ‘ওটা টি-টুয়েন্টি ফরম্যাট ছিল। আর এটা ওয়ানডে ফরম্যাট। টি-টুয়েন্টিতে পেস বা স্পিন যাই থাকুক, রানের জন্য খেলতে হবে। আর রানের জন্য খেলতে গেলে উইকেট যাবেই। কোনদিন সফল হবেন আবার কোনোদিন হবেন না।’

‘এটা লম্বা খেলা, ৫০ ওভারের খেলা। একটা বোলারকে আপনি দেখার সময় পাবেন। টি-টুয়েন্টিতে সেটা পাবেন না।’

তবে কেবল ফরম্যাট ভিন্ন বলেই পার পেয়ে যাবেন এমনটা নয়, স্পিনের বিপক্ষে নিজেদের ঘাটতিগুলো কাটাতেও কাজ করছে বাংলাদেশ,  ‘এটা নিয়ে আমরা চিন্তা করেছি কি ঘাটতিগুলো ছিল। কোচের সঙ্গেও কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে ওদের স্পিনাররা সফল হবে না আমাদের বিপক্ষে।’

স্পিন সামলানো ছাড়াও অন্য সব বিভাগেও প্রতিপক্ষ দুই দল থেকে নিজেদের এগিয়ে রাখছেন সৌম্য,  ‘আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দল (শ্রীলংকা ও আফগানিস্তান) থেকে অনেক বেশি ভালো।’ 

‘আমরা যদি সেখানে গিয়ে ভাল ক্রিকেট খেলি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই ভাল ভাবে করি তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষেই আসবে। ’

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago