চ্যাম্পিয়ন্স লিগে সেরার সব পুরস্কার রিয়ালের ঘরে
টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ প্রতিটি পজিশনেই নিজেদের দাপট দেখিয়েছিল। চূড়ান্ত রায়েও ক্লাবটির জয়জয়কার দেখা গেছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবের ঘরে গেছে সেরা খেলোয়াড়, সেরা ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকের পুরস্কার।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় নানা পুরষ্কার। এতে বর্ষসেরা হন রিয়ালের লুকা মদ্রিচ। সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন সম্প্রতি রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো ক্রিস্তিয়ানো রোনালদো। তবে রিয়ালের সময়ের পারফম্যান্সের বিচারে হওয়ায় পুরস্কারটি রিয়ালেরই ধরে নেওয়া যায়।
সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিততে রোনালদো হারিয়েছেন লিওনেল মেসি ও মোহামেদ সালাহকে। বর্ষসেরা খেলোয়াডের পাশাপাশি সেরা মিডফিল্ডারের পুরস্কারও জিতেছেন মদ্রিচ। তিনি হারিয়েছেন ক্লাবমেট টনি ক্রুস ও ম্যানসিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে।
সেরা ডিফেন্ডারের পুরস্কার জিততে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস হারিয়েছেন রাফায়েল ভারানকে। দুজনেই রিয়ালের খেলোয়াড়। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রিয়ালের কোস্টারিকান তারকা কেইলর নাভাস। নাভাস পেছনে ফেলেন জিয়ানলুইজি বুফন ও অ্যালিসনকে।
সব পজিশনের চূড়ান্ত তালিকায় ছিলেন তিনজন করে ফুটবলার। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয়েছিল এই তালিকা। যার মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে সেরাদের সেরা।
Comments