‘পুরস্কারটা রোনালদোরই পাওনা ছিল’

এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোরই পাওনা ছিল বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা।
Ronaldo

এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোরই পাওনা ছিল বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠানে ইউরোপ সেরা ফুটবলারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ। রোনালদো জেতেন বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার।

স্কাই স্পোর্ট ইতালিয়াকে জুভেন্টাস কর্তা বলেন এই পুরস্কারের জন্যে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় আনা ঠিক হয়নি, ‘উয়েফার এই সিদ্ধান্তে (মদ্রিচকে বর্ষসেরা দেওয়ায়) আমরা খুবই হতাশ।’

‘একজন পরিচালক হিসেবে আমি বলব এই পুরস্কারটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য, বিশ্বকাপের জন্য নয়।  রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছিল। আমি হলে রোনালদোকে ভোট দিতাম।’

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সবচেয়ে বেশি এই পুরস্কার জেতা রোনালদো। রোনালদোর না আসা বাঁকা চোখে দেখার পক্ষে নন মোরাত্তা, ‘আজ সে যে সিদ্ধান্ত নিল, তা ব্যক্তিগত এবং আমরা একে সম্মান জানাতে চাই। তার না আসার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। এটা ব্যক্তিগত পছন্দের বিষয়।’

ইউরোপ সেরার পুরস্কার না জিতলেও আরও একবার লিওনেল মেসিকে ঠিকই হারিয়েছেন রোনালদো। মেসি ও সালাহকে টপকে মৌসুমের সেরা ফরোয়ার্ডের পুরস্কার জেতেন তিনিই।

 

 

Comments

The Daily Star  | English
bd govt logo

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

49m ago