বিশ্রামে মিশা সওদাগর!

আগামী কিছু দিন বিশ্রামে থাকবেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি, একটি ছবির শুটিং করতে গিয়ে আঘাত পেয়ে পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি।
চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলা হয়েছে। তাই এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি। বন্ধ রেখেছেন সব শুটিংয়ের কাজ।
বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন মিশা। তবে স্বামী বিশ্রামে থাকায় খুশি তার স্ত্রী মিতা! শুটিংয়ের ব্যস্ততায় খুব বেশি সময় বাসায় থাকার সুযোগ পান না মিশা। তাই ১৫ দিন কোনরকম কাজ ছাড়াই বাসায় থাকবেন বলেই তার এই আনন্দ!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন মিশা, “রিপোর্ট দেখে ডা. বললেন, ‘টু উইক্স রেস্ট!’ আর উনি বললেন, ‘আমার জন্যে এই নিউজটাই বেস্ট।’ নেচার আর নারীর কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।”
মিশা সওদাগর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাকে চিকিৎসক টানা ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। বাধ্য হয়েই দুটি সিনেমার শুটিং তারিখ পিছিয়ে দিতে হয়েছে। এখন পরিবারকে সময় দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারি।”
ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি ছবিতে রয়েছেন মিশা সওদাগর। এগুলোর মধ্যে ‘ক্যাপ্টেন খান’ ছবির জন্য প্রশংসিত হয়েছেন তিনি। ছবিটিও ব্যবসাসফল হয়েছে। অন্য দুটি ছবি হলো ‘জান্নাত’ এবং ‘মনে রেখো’।
Comments