ব্যবসায়ী ইউনুস হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ এএসআই গ্রেপ্তার
ঢাকায় ব্যবসায়ী ইউনুস হাওলাদার হত্যার ‘মূল হোতা’ হিসেবে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কয়েক সপ্তাহের নজরদারি শেষে পুলিশ গত ১ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নূরে আলম শ্যামপুর থানায় কর্মরত ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল বলেন, ‘এই ঘটনায় জড়িত সন্দেহে আটক একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে আলমকে গ্রেপ্তার করা হয়।’
জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ড চেয়ে গত ২ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়াহিদ সুমন (২৭) নামের ইউনুসের বাড়ির এক ভাড়াটিয়া ও সাবের ওরফে শামীমকে (৪৩) যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করে।
গত ২৫ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ব্যবসায়ী ইউনুস হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহতের ছেলে আতিকুজ্জামান অজ্ঞাতদের আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Comments