ইভিএম নিয়ে উৎকণ্ঠা স্বাভাবিক: সিইসি
প্রধান নির্বচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ভোটার ও রাজনৈতিক দলের মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে উৎকণ্ঠা থাকা স্বাভাবিক ঘটনা। এর কারণ, যে কোনো নতুন উদ্যোগ বা প্রযুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ কাজ করে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইভিএম নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় সিইসি নূরুল হুদা এ কথা বলেন।
তিনি বলেন, ইভিএম’র ব্যবহার ও উপকারিতা সম্পর্কে ভোটার ও রাজনৈতিক দলগুলোকে আমরা এখনো জানাতে পারিনি। তবে পর্যায়ক্রমে তারা সব জানতে পারবেন।
সিইসি বলেন, সরকার যদি আইন করে, পরিবেশ যদি থাকে বাছাই করা কিছু আসনে ইভিএম ব্যবহারের চেষ্টা করা হবে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আরও পরে চিন্তাভাবনা হবে বলেও তিনি জানান।
আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম’র আংশিক ব্যবহারকে সমর্থন করেন জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বলেছিলেন, জাতীয় নির্বাচনে এর ব্যাপক ব্যবহারের জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
Comments