ক্রিকেটারদের ব্যক্তিত্ব পড়ে সম্পর্ক গড়বেন ম্যাকেঞ্জি

রঙিন পোশাকে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি খেলোয়াড়দের মন-মেজাজ, ব্যক্তিত্বের ধরণ বোঝে কাজ করতে চান। সমস্যা সমাধানে মানুষ বুঝে তরিকা ঠিক করতেই আগ্রহী তিনি। সেভাবেই দিতে চান পরামর্শ, বাড়াতে চান সামর্থ্য।
Neil McKenzie

রঙিন পোশাকে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি খেলোয়াড়দের মন-মেজাজ, ব্যক্তিত্বের ধরণ বোঝে কাজ করতে চান। সমস্যা সমাধানে মানুষ বুঝে তরিকা ঠিক করতেই আগ্রহী তিনি। সেভাবেই দিতে চান পরামর্শ, বাড়াতে চান সামর্থ্য। 

২০১৯ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ব্যাটিং কোচের দায়িত্ব ম্যাকেঞ্জির। ওয়েস্ট ইন্ডিজ সফরেই কাজ শুরু করেছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। সোমবার যোগ দিয়েছেন এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরিস্থিতি তৈরি করে চাপের মধ্যে খেলার অনুশীলন করেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন ব্যাটিং কোচ। আগামী দিনগুলোতে তার কাজের ধরণ কি হবে, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা স্পষ্ট করেছেন তিনি, ‘আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করব। তাদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব পড়ব। যাতে অন্তর্মুখী স্বভাবের কেউও এসে তার সমস্যাটা বলতে পারে।’

বিদেশী কোচদের সঙ্গে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ভাষা ও সংস্কৃতিগত কারণে মিশতে পারেন না। মন খুলে বলতে পারেন না নিজেদের সমস্যার কথা। দক্ষিণ আফ্রিকান সাবেক এই ক্রিকেটারের এসব মনস্বাত্তিক বিষয় ভালোই জানা আছে। অন্তর্যামী তিনি নন, তবে খেলোয়াড়দের বোঝার জন্য নিজস্ব তরিকায় আগানোর ইচ্ছা তার,  ‘খেলোয়াড়রা কি চায় আপনাকে বুঝতে হবে। কেউ কেউ আছে আউট হওয়ার পর পরই এসে কথা বলতে চাইবে। কেউ আবার একা কথা বলতে চাইবে। আমাকে সম্পর্ক গড়তে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। আলোচনা করতে হবে মাথা, হাত এবং কাঁধের অবস্থান কি হবে সেটা নিয়ে। তাদের সম্পর্কে আমার জানতে হবে। ভাষাগত সমস্যা কাটিয়ে উঠে এ ধরণের সম্পর্ক গড়তে সময় লাগবে।’

খেলোয়াড়দের অস্বস্তি দূর করতে দরকারি কথা বিরামহীন চালিয়ে যেতেও আপত্তি নাই তার। তিনি নিজে কতটা জানেন তা না দেখিয়ে বরং প্রত্যেক ক্রিকেটারের টেকনিক্যাল দিক জেনে নিতে আগ্রহ তার, ‘দলের ভালোর জন্য যেকোনো কিছু করতে পারি। দলই সবার আগে। দলের ভালোর জন্য যদি কথা বলতে হয় বলব, কেবল কথা বলার জন্য বলব না। কিছু কিছু কোচ আছেন যারা দেখাতে চান তারা কতটা জানেন। আমি ওই রকম মানুষ না। আমি কাজ করতে চাইব, খেলোয়াড়দের টেকনিক্যাল দিকটা জানতে চাইব।’

অল্প পরিচয়েই অবশ্য টাইগারদের শেখার আগ্রহের প্রশংসা করেছেন তিনি। সামনে দেখছেন আরও ভালো কিছু,  ‘বাংলাদেশের ক্রিকেটাররা শেখার জন্য মুখিয়ে আছে, সব সময়ই প্রশ্ন করে। যোগাযোগের জন্য এটা ভালো। ’

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

2h ago