জাপানে শক্তিশালী টাইফুনের ধ্বংসলীলা, ৯ জনের মৃত্যু

জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবি’র আঘাতে বুধবার মৃতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে। ঝড়ে একটি বড় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষ আটকা পড়েছে সেখানে। ঝড় থামার পর ব্যাপক ধ্বংসলীলার ছবি স্পষ্ট হতে শুরু করেছে সূর্যোদয়ের দেশটিতে।
জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার দুপুরের দিকে টাইফুন জেবি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার। ঝড়ো হাওয়ার পাশাপাশি চলে ভারী বৃষ্টিপাত।
ছবিতে দেখুন টাইফুন জিবির তাণ্ডব:
Comments