‘এখনো বড়দের কাতারে যেতে পারিনি তাই বড় ইনিংস নেই’
টেস্ট দলে জায়গাটা মোটামুটি পাকা করতে পেরেছেন লিটন দাস, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতেও পাচ্ছেন রান। কিন্তু যে কয়েকটি ওয়ানডে খেলেছেন তাতে বড়ই সাদামাটা তার পরিসংখ্যান। ১২ ওয়ানডে খেলেও ৩৬ রানের চেয়ে বড় কোন ইনিংস নেই। তার উপলব্ধি বড় ক্রিকেটারদের কাতারে যেতে পারেননি বলেই আসছে না বড় ইনিংস। সেই আক্ষেপ এবার এশিয়া কাপেই ঘোচাতে চান এই ওপেনার।
এশিয়া কাপে তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে প্রথম পছন্দ তিনিই। অনেকটি অন্যদের ব্যর্থতাতেই ঘটছে ওয়ানডেতে প্রত্যাবর্তনের সুযোগ। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর বললেন, এই সুযোগ এবার হেলায় হারাতে চান না তিনি, 'এটি আসলে একটি ভালো সুযোগ। আমি অনেক দিন থেকে ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো।'
ভালো বলতে, পারফর্ম করা ছাড়া তো আর ভালো কিছু নেই। আপনারা চান রান, আমিও রান চাই।'
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ওপেন করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে খেলতে হয়েছে বেশ ক’টি পজিশনে। এশিয়া কাপে পাচ্ছেন ওপেনিংয়েই সুযোগ। আপাতত প্রথম দুই ম্যাচের দিকেই তাকিয়ে তিনি, 'নিয়মিত বলতে আসলে ব্যাপারটি অন্যরকম বোঝাচ্ছে। সামনে আমাদের এশিয়া কাপের দুটি ম্যাচ আছে। ওগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি সুযোগ থাকে ভালো করার আমি অবশ্যই চেষ্টা করবো।'
৩৬, ৩৪, ১৭, ২১... লিটনের ওয়ানডে ইনিংসগুলো এরকমই। শুরুটা করেন জুতসই। তাতে ইঙ্গিত থাকে বড় কিছুর। কিন্তু হুট করে খেই হারিয়ে বিলিয়ে দেন উইকেট। লিটনের উপলব্ধি বড় ক্রিকেটাররা শুরুর সুন্দর ছন্দ হেলায় নষ্ট করে না, নিজের ঘাটতি বুঝে এবার তাই বড় কিছু করতে চান তিনি, 'যারা বড় বড় ক্রিকেটার তাঁরা ভালো শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনও বড়দের কাতারে যেতে পারিনি তো তাই এখন বড় ইনিংস হচ্ছে না। আমি চেষ্টা করছি ভালো কিছু করার যেন বড় কিছু করতে পারি।'
Comments