লিভারপুল সমর্থকদের তোপের মুখে নেইমার

বেচারা নেইমার! বার্সেলোনায় এসেছিলেন পোকার স্টার ইউরোপিয়ান পোকার ট্যুর ইভেন্টের একটি প্রোগ্রামে অংশ নিতে। কিন্তু সেখানে এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় কোন ক্লাব জিতবে ইংলিশ লিগ? উত্তরে সেরা চারে লিভারপুলকে না রেখে রীতিমতো সমর্থকদের রোষানলে পড়েছেন এ ব্রাজিলিয়ান।

বেচারা নেইমার! বার্সেলোনায় এসেছিলেন পোকার স্টার ইউরোপিয়ান পোকার ট্যুর ইভেন্টের একটি প্রোগ্রামে অংশ নিতে। কিন্তু সেখানে এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় কোন ক্লাব জিতবে ইংলিশ লিগ? উত্তরে সেরা চারে লিভারপুলকে না রেখে রীতিমতো সমর্থকদের রোষানলে পড়েছেন এ ব্রাজিলিয়ান।

ব্রাজিলের সান্তোসে ক্যারিয়ার শুরু করা নেইমার খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। বর্তমানে খেলছেন ফ্রান্সের পিএসজিতে। বড় বড় ক্লাবে খেলার কারণে ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো করেই জানেন। তার নিজের অভিজ্ঞতা থেকেই ইংলিশ লিগ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে বলেন ডেইলি এক্সপ্রেসের এক সাংবাদিক।

‘কে এটা জিতবে? এটা বলা খুব কঠিন। খুবই শক্ত ও কঠিন প্রশ্ন। তবে আমার মনে হয় ম্যানচেস্টার সিটি শিরোপা জিতবে। দ্বিতীয় হতে পারে ইউনাইটেড, তৃতীয় চেলসি এবং টটেনহ্যাম চতুর্থ।’-  নিজের ভাবনা প্রকাশ করে এমনটাই বলেছিলেন নেইমার।

আর তাতেই খেপেছেন লিভারপুলের সমর্থকরা। কারণ প্রথম চার ম্যাচ শেষে ইংলিশ লিগের শীর্ষে আছে লিভারপুলই। টানা চারটি ম্যাচই জিতেছে দলটি। অপরদিকে চার ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র দুটি, সঙ্গে দুটি হার। তাই ইউনাইটেডকে দ্বিতীয়তে রাখাটা মেনে নিতে পারছেন না লিভারপুল সমর্থকরা। সামাজিক মাধ্যমে নানা ধরণের কটূক্তি করছেন তারা।

‘নেইমার ভাবছে লিভারপুল সেরা চারে থাকতে পারবে না। এ সেই ব্যক্তি যে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছে। যে কিনা সবসময় মেসি আর রোনালদোর ছায়াতলে থাকে।’

‘লিভারপুল সম্পর্কে খুব একটা ধারণা নেই নেইমারের।’

‘আমরা যেখানে থেকেই লিগ শেষ করিনা আমাদের একটা সম্মান আছে। মেঝেতে গড়াগড়ি করে হাস্যরস সৃষ্টি করবো না।’

‘নেইমারের ধারণা লিভারপুল সেরা চারে থাকতে পারবে না। হতে পারে। এটা আসলে ইংলিশ লিগেই সম্ভব। কারণ এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। আমার ধারণা ফরাসী লিগে পিএসজি ১ নম্বরে থেকেই শেষ করবে। কারণ সেখানে কোন প্রতিদ্বন্দ্বিতা হয় না।’

‘লিভারপুল নিয়ে ভবিষ্যদ্বাণী না করে চলতি মৌসুমে কয়টা ডাইভ দিবেন সেটাও জানান।’

‘সে তো সবসময় মেঝেতে গড়াগড়ি করে, তাই তার ভবিষ্যদ্বাণী নিয়ে আমাদের ভেবে লাভ নেই।’

‘লিভারপুলে খেলতে এসো, পাঁচটা দিয়ে দিবো।’

‘নেইমারের মন্তব্য জেনে বুঝলাম এবার পিএসজিকে আমরা গুড়িয়ে দিচ্ছি।’

নেইমারকে নিয়ে এমন হাজারো মন্তব্য করছেন সমর্থকরা। এদিকে এবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও নেইমারের দল পিএসজি খেলবে একই গ্রুপে। তাই নেইমারের এ মন্তব্য দুই ক্লাবের মধ্যে আলাদা উত্তেজনাই সৃষ্টি করছে। আর তাতে আলাদা নতুন একটি দ্বৈরথ দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব।  

Comments

The Daily Star  | English

Govt forms committee to monitor harassment cases against journos

The government today formed an eight-member committee, led by an additional secretary, to monitor harassment cases against journalists

15m ago