সন্ধান মিললো শাকিব খানের নতুন নায়িকার
অবশেষে পাওয়া গেল শাকিব খানের নতুন নায়িকার সন্ধান। বেশ কিছুদিন ধরে মিডিয়ায় আলোচনা চলে আসছিল ‘শাহেনশাহ’ ছবিতে কে হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা।
সবকিছুর অবসান ঘটিয়ে ‘শাহেনশাহ’-তে দেখা যাবে রোদেলা জান্নাত নামের নতুন এক মুখ। বর্তমানে তিনি মালয়েশিয়ায় দর্শনে পিএইচডি করছেন বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের অন্য নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। তিনিও প্রথম শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন।
আজ (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি সব নায়িকাদের সঙ্গে কাজ করতে চাই। দর্শকরা ছবিতে নতুন মুখ দেখতে চান আমার সঙ্গে। তা ছাড়া আমি সবসময় চেয়েছি সিনেমায় নতুনরা আসুক।”
‘শাহেনশাহ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনী ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ছবির চরিত্রের সঙ্গে অনেকখানি মিল রয়েছে তাই তাকে নায়িকা নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, তিনি শিক্ষিত, রুচিশীল এবং সুন্দরী। সবকিছু মিলিয়েই তাকে ‘শাহেনশাহ’-এ নেওয়া হয়েছে।”
Comments