মেসি-কৌতিনহো জুটিতেই বার্সার সাফল্য দেখছেন রোনালদিনহো
সাম্প্রতিক সময়ে নজরকাড়া ফুটবল খেলছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। আর দলের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তো অনেক বছর ধরেই দলের প্রাণ ভোমরা। এ দুই তারকার জুটিই এবার বার্সেলোনাকে দারুণ সাফল্য এনে দেবেন বলেই মনে করছেন কৌতিনহোর স্বদেশী ও সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো।
গত মৌসুমে বার্সেলোনায় যোগ দিলেও পুরোটা খেলতে পারেননি কৌতিনহো। চলতি আসরে শুরু থেকেই খেলছেন তিনি। মেসির সঙ্গে তার জুটিও জমেছে বেশ। তাই কৌতিনহোর খেলায় মজেছেন রোনালদিনহো, ‘কোন সন্দেহ নেই অল্প কয়েক বছরের মধ্যেই সে (কৌতিনহো) বার্সেলোনার চাবিকাঠি হয়ে উঠবে।’
‘নতুন প্রজন্মে সে অন্যতম সেরা খেলোয়াড়। আগামী কয়েক বছরের মধ্যে সে খুব বড় নাম হবে। মেসির এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমি উত্তরাধিকার নিয়ে কিছু বলতে চাই না। দুই জন খেলোয়াড়ই দুর্দান্ত। তাদের খেলার ধরণও চমৎকার। তারা একসঙ্গে বড় কিছু করবে।’ – যোগ করে আরও বলেন রোনালদিনহো।
মেসি-রোনালদোর যুগ শেষ হলে কৌতিনহো যদি ব্যালন ডি’অর জয় করে তাতে অবাক হবেন না রোনালদিনহো। তবে নেইমারকেও রাখছেন সম্ভাব্য তালিকায়, ‘মেসি-রোনালদোর যুগের পর নেইমার আছে। তার সঙ্গে কৌতিনহোও থাকবে। আমি কৌতিনহোর খেলার ধরণ পছন্দ করি। সে এর মধ্যেই স্প্যানিশ লিগে মানিয়ে নিয়েছে।’
কৌতিনহো ছাড়াও বার্সেলোনায় নতুন যোগ দেওয়া দুই ব্রাজিলিয়ান আর্থার মেলো ও ম্যালকমের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোনালদিনহো, ‘আমি আর্থারের খেলার ভক্ত। সেও (ম্যালকম) ভালো করছে। তার প্রতিভা আছে। আর এ জন্যই সে বার্সেলোনায়। এখন দেখার বিষয় কত দ্রুত সে বার্সেলোনায় মানিয়ে নিতে পারে।’
Comments