পেপার কাটিং

সম্রাট বাবরের বোন দিয়া মির্জা!

দিল্লির প্রথম মোঘল সম্রাট বাবরের বোনের নাম ভূমিকায় অভিনয় করবেন ‘সাঞ্জু’-অভিনেত্রী দিয়া মির্জা। পরিচালক নিখিল আদভানির পরবর্তী টেলিভিশন ধারাবাহিক ‘মোঘলস’-এ দেখা যাবে তাকে।
Dia Mirza
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: সংগৃহীত

দিল্লির প্রথম মোঘল সম্রাট বাবরের বোনের নাম ভূমিকায় অভিনয় করবেন ‘সাঞ্জু’-অভিনেত্রী দিয়া মির্জা। পরিচালক নিখিল আদভানির পরবর্তী টেলিভিশন ধারাবাহিক ‘মোঘলস’-এ দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল আজ (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, অ্যালেক্স রুদারফোর্ডের ছয় খণ্ডের ঐতিহাসিক উপন্যাস ‘এম্পায়ার অব দ্য মোঘলস’-এর ওপর ভিত্তি করে টেলিভিশন ধারাবাহিকটি তৈরি করা হচ্ছে।

জন্মস্থান সমরকন্দ নিয়ে বাবরের স্মৃতি এবং যৌবনে কাবুলের দিনগুলোর পাশাপাশি তার ভারত শাসনের কাহিনি তুলে ধরা হবে সেই ধারাবাহিকটিতে। সেখানেই সম্রাটের বোন খানজাদার ভূমিকায় অভিনয় করবেন দিয়া মির্জা।

এমন সুযোগে যারপরনাই খুশি দিয়া বলেন, “একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর জন্যেই সৌভাগ্যের। বিশেষ করে, মোঘল সাম্রাজ্যের বিষয়ে আমার আগ্রহ চিরকালের। আর নিখিল আদভানি, শাবানা আজমি ও রোনিত রায়ের সঙ্গে অভিনয় করার মজাই আলাদা।”

তবে কাজটি যে খুব সহজ হবে না তা মানছেন ‘লাগে রাহো মুন্নাভাই’-অভিনেত্রী। এছাড়াও জানান, ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং সংলাপ লিখেছেন কাউসার মুনির।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

8h ago