দেশে সাক্ষরতার হার প্রায় ৭৩ শতাংশ

দেশে বর্তমানে সাক্ষরতার হার প্রায় ৭৩ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আজ (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ। গত বছরে তা ছিলো ৭২.৩ শতাংশ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, সরকার জুনিয়র স্কুল পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বিনা খরচে পড়ানোর কথা ভাবছে।
“সবার জন্যে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করা উচিত। বিষয়টি বিবেচনার জন্যে তা মন্ত্রিসভায় পাঠানো হয়েছে,” বলেন গণশিক্ষামন্ত্রী।
Comments